Saturday, October 18, 2025
Google search engine
Homeআন্তর্জাতিক সংবাদমেলাঘরে ভয়াবহ ডাকাতি! বৃদ্ধ গৃহ কর্তাকে খুন করে সর্বস্ব লুট

মেলাঘরে ভয়াবহ ডাকাতি! বৃদ্ধ গৃহ কর্তাকে খুন করে সর্বস্ব লুট

প্রতিধ্বনি প্রতিনিধি,, মেলাঘর,, ৬ আগস্ট,,

মঙ্গলবার রাতে ভয়াবহ ডাকাতের ঘটনা ঘটলো ত্রিপুরার সোনামুড়া মহকুমার মেলাঘরে। সোনামুড়া থানার মেলাঘর কলমক্ষেত এলাকায় সশস্ত্র ডাকাত দল এক বাড়িতে ঢুকে বাড়ির বৃদ্ধ দম্পত্তির উপর হামলা করে। বাড়ির কর্তা ৮০ বছরের বৃদ্ধকে নৃশংসভাবে খুন করে আহত করা হয় ৭০ বছর বয়সী বৃদ্ধাকে। ডাকাত দল বৃদ্ধার শরীরের স্বর্ণালংকার সহ ঘরের সমস্ত গুরুত্বপূর্ণ জিনিস ডাকাতি করে পরে পালিয়ে যায়। ডাকাত দলের হাতে খুন হওয়া ব্যক্তির নাম শান্তি রঞ্জন দাস (৮২)। ঘটনার বিবরণে জানা যায় শান্তি রঞ্জন দাসের তিন ছেলে কর্মসূত্রে আগরতলা থাকেন। বৃদ্ধ দম্পতি নিজেদের বাড়িতে একা থাকতেন। মঙ্গলবার গভীর রাতে তাদের বাড়িতে ১০-১২ জনের ডাকাত দল হানা দেয়। ঘরের মধ্যে ঢুকেই কয়েকজন ডাকাত বৃদ্ধের হাত পা এবং মুখ বেঁধে তাঁকে নৃশংসভাবে খুন করে। আহত বৃদ্ধার নাম নমিতা দাস (৭০)। নমিতা দাসকেও ধারালো অস্ত্র দিয়ে মুখে এবং শরীরের বিভিন্ন অংশে আঘাত করে রক্তাক্ত করা হয়।

ডাকাত দলের ভয়ে বৃদ্ধ দম্পতি রাতে চিৎকার পর্যন্ত করার সাহস পাননি। ডাকাত দল ডাকাতি শেষ করে পালিয়ে যায়। বুধবার সকালে আহত নমিতা দাস কোনক্রমে হামাগুড়ি দিয়ে ঘরের ভেতর থেকে বের হন এবং রাস্তার গিয়ে প্রতিবেশীদের ডেকে ঘটনার বিস্তারিত জানান। রোমহর্ষক এই ডাকাতির ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য এবং আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরে ঘটনাস্থলে ছুটে যায় থানা পুলিশ সহ মহকুমা পুলিশ আধিকারিক। পরবর্তীকালে জেলা পুলিশ সুপারও ঘটনাস্থলে ছুটে গেছেন বলে খবর পাওয়া গেছে। আহত বৃদ্ধাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয় এবং অবস্থা গুরুতর হওয়ায় পরবর্তীকালে তাঁকে জিবি হাসপাতালের রেফার করা হয়। জিবি হাসপাতালে নমিতা দাসের অবস্থা আশঙ্কাজনক। অন্যদিকে এই ডাকাতির ঘটনায় প্রাথমিকভাবে প্রতিবেশী এলাকার তিন যুবকের নাম উঠে এসেছে। পুলিশ তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসী ডাকাতির ঘটনায় জড়িতদের অবিলম্বে সনাক্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন। একইভাবে ঘটনা জানাজানি হওয়ার পর গোটা রাজ্যব্যাপী চাঞ্চল্য তৈরি হয়েছে। এই ধরনের ডাকাতি এবং ডাকাত দলের হাতে বৃদ্ধ গৃহকর্তার খুন হওয়ার বিষয়টি রাজ্যের অপরাধ জগতে অত্যন্ত চাঞ্চল্যকর ঘটনা। এই ঘটনা রাজ্য পুলিশ ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। আগরতলা পুলিশ সদর দপ্তর থেকে একাধিক বড় পুলিশ কর্তা এই ঘটনার তদন্ত প্রক্রিয়ার খোঁজখবর নিচ্ছেন বলে জানা গেছে।

Desk Northeast Pratidhoni
Desk Northeast Pratidhoni
NorthEastPratidhoni, office: Khaja Manzil, Laddu chowmoni, West noabadi, Agartala, Tripura , India.
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments