আগরতলা,, ২১ জুলাই,,
জাতীয় শিক্ষা নীতির সফল বাস্তবায়ন ও গুনগত শিক্ষা প্রদানে রাজ্য সরকারের প্রয়াসের সুফল পরিলক্ষিত হচ্ছে কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ ও ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত দশম ও দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষার ফলাফলে। এ বছরে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বহু সংখ্যক স্কুলের ছাত্রছাত্রীরা ১০০ শতাংশ উত্তীর্ণ হয়েছেন। সুস্থ প্রতিযোগিতামূলক পরিবেশে স্কুল এবং তাদের ছাত্র-ছাত্রীদের এই সাফল্যেকে আরো উৎসাহিত করার লক্ষ্যে এক বিশেষ সম্বর্ধনার আয়োজন করলো বিদ্যালয় শিক্ষা দপ্তর। শিক্ষা দপ্তরের উদ্যোগে ১০০ শতাংশ সফল বিদ্যালয়ে গুলিকে এই সম্বর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থেকে সফল বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে সংবর্ধনা হিসেবে সম্মানপত্র এবং স্মারক তুলে দেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। অনুষ্ঠানে ছিলেন বিদ্যালয়ের শিক্ষা দপ্তরের আধিকারিকরা।
Recent Comments