প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ৩ জুলাই,,
বৃহস্পতিবার থেকে শুরু হলো রাজ্যের জাতি জনজাতির ঐতিহ্যবাহী খার্চী পূজা ও মেলা। তিথি মেনে শুক্লা-অষ্টমী তিথিতে পুরাতন আগরতলা ১৪ দেবতা বাড়ি মন্দিরে এই চৌদ্দ দেবতার পূজা এবং মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। এদিন খার্চী পূজা ও মেলার উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, খয়েরপুর বিধানসভার বিধায়ক তথা মেলা কমিটির চেয়ারম্যান রতন চক্রবর্তী, বিদায় কার স্বপ্না দেববর্মা সহ অন্যান্যরা। আগামী সাতদিন খার্চী পূজা এবং মেলাকে কেন্দ্র করে উৎসবের মেজাজ রয়েছে পুরাতন আগরতলা সহ কোটা খয়েরপুর এলাকায়। প্রতিবছরের মত এবারও ঐতিহ্যবাহী এই উৎসবে রেকর্ড সংখ্যক ভিড় হবে বলে আশা করছেন আয়োজকরা।
প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ৩ জুলাই,,
বৃহস্পতিবার থেকে শুরু হলো রাজ্যের জাতি জনজাতির ঐতিহ্যবাহী খার্চী পূজা ও মেলা। তিথি মেনে শুক্লা-অষ্টমী তিথিতে পুরাতন আগরতলা ১৪ দেবতা বাড়ি মন্দিরে এই চৌদ্দ দেবতার পূজা এবং মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। এদিন খার্চী পূজা ও মেলার উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, খয়েরপুর বিধানসভার বিধায়ক তথা মেলা কমিটির চেয়ারম্যান রতন চক্রবর্তী, বিধায়িকা স্বপ্না দেববর্মা সহ অন্যান্যরা। আগামী সাতদিন খার্চী পূজা এবং মেলাকে কেন্দ্র করে উৎসবের মেজাজ রয়েছে পুরাতন আগরতলা সহ কোটা খয়েরপুর এলাকায়। প্রতিবছরের মত এবারও ঐতিহ্যবাহী এই উৎসবে রেকর্ড সংখ্যক ভিড় হবে বলে আশা করছেন আয়োজকরা।
Recent Comments