সংবাদ প্রতিনিধি,, আগরতলা,,২২ আগস্ট,,
ছেলেকে স্কুলে দেওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরল না গৃহবধূ। ২৪ ঘন্টার বেশি সময় ধরে গৃহবধূর নিখোঁজ থাকার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আগরতলায়। নিখোঁজ গৃহবধুর নাম দীপা দাস(২৫), স্বামীর নাম সঞ্জিত দাস। বাড়ি আমতলী থানার পাণ্ডবপুর এলাকায়। ঘটনার বিবরণের জানাজায় দীপা দাস শারীরিক অসুস্থতা নিয়ে গত কিছুদিন যাবত বাবার বাড়িতে আশ্রয় নিয়েছিল। বাবার বাড়ি থেকে সোমবার সকালে সে নিজের প্রাথমিক বিভাগের ছেলেকে নিয়ে জয়নগর পরমানন্দ স্কুলের জন্য বের হয়েছিল। বাড়ি থেকে স্কুলের উদ্দেশ্যে বের হওয়ার সময় সে মোবাইল নিয়ে যায়নি। ছেলেকে স্কুলে দেওয়ার পরে সে আর বাড়ি ফিরে যায়নি।
স্কুল ছুটি হওয়ার পর স্কুল কর্তৃপক্ষের মাধ্যমে বিষয়টি বাড়ির লোকজন জানতে পারেন। গত ২৪ ঘন্টা যাবত দীপা দাসের ভাই এবং তার বাপের বাড়ির লোকজন অনেক খোঁজ খবর করলেও কোন খবর পাওয়া যায়নি। মঙ্গলবার দুপুরে ঘটনার বিস্তারিত জানিয়ে পশ্চিম মহিলা থানায় নিখোঁজ ডায়েরি করেছেন দীপা দাসের বাবা পরিতোষ দাস।
যদিও পুরো ঘটনায় স্বামীর বাড়ির লোকেদের ভূমিকা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। স্ত্রী নিখোঁজ থাকলেও স্বামী সঞ্জীব দাস এই বিষয়টি নিয়ে পুলিশের কাছে যাওয়া কিংবা খোঁজখবর করার ব্যাপারে তেমন তৎপরতা দেখাচ্ছেন না করে অভিযোগ।
Recent Comments