সংবাদ প্রতিনিধি,, আগরতলা,,২১ আগস্ট,,
সাত সকালে নেশা বিরোধী অভিযানে নেমে রীতিমতো তাক লাগালেন চুড়াইবাড়ি থানার ওসি সমরেশ দাস। ত্রিপুরায় প্রবেশের পথে চুড়াইবাড়ি গেইটে গাড়ি থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ ব্রাউন সুগার। গাড়ি থেকে উদ্ধার হয়েছে ১ কেজি ৩০০ গ্রাম ওজনের ব্রাউন সুগার। একসঙ্গে এত বিপুল পরিমাণ ব্রাউন সুগার উদ্ধারের ঘটনা রীতিমতো নজিরবিহীন। পুলিশ সূত্রের দাবি MN 01 AK 3139 গাড়ির ভেতর থেকে এসব নেশা সামগ্রী উদ্ধার হয়েছে। আটক করা হয়েছে সন্দেহভাজন তিন নেশা কারবারিকে। এই নেশা বিরোধী অভিযানের তদারকি করেন উত্তর জেলার পুলিশ সুপার ভানু পদ চক্রবর্তী। উদ্ধারকৃত নেশা সামগ্রীর বাজার মূল্য প্রায় ১০ কোটি টাকা। প্রসঙ্গত মাত্র কয়েক সপ্তাহ আগে চুড়াইবাড়ি থানার ওসি হিসেবে যোগ দিয়েছিলেন ইন্সপেক্টর সমরেশ দাস। রাজ্যের প্রবেশ দ্বার হিসেবে পরিচিত চুড়াইবাড়ি থানার ওসি হিসেবে যোগ দেওয়ার কিছুদিনের মধ্যেই সমরেশ দাসের এই সফল অভিযান পুলিশ মহলের শোরগোল পড়ে গেছে। এই বিপুল পরিমাণ নেশা ত্রিপুরার যুব সমাজকে বহু দূর পর্যন্ত ধ্বংসের পথে এগিয়ে নিয়ে যেতে পারত। পুলিশের এই সাফল্য নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।
Recent Comments