প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা ,, ১০ জানুয়ারি,,
বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি তাতে সেই দেশের সাথে এখনই আগরতলা থেকে সরাসরি বিমান যোগাযোগের কোন সম্ভাবনা নেই। শুক্রবার আগরতলা এয়ারপোর্টের অ্যাডভাইজারি কমিটির মিটিং শেষ করে এই কথা জানান কমিটির চেয়ারম্যান তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ বিপ্লব কুমার দেব। বিপ্লব কুমার দেব বলেন এয়ারপোর্টের বিভিন্ন বিষয় নিয়ে প্রতি ছয় মাস অন্তর অ্যাডভাইজারি কমিটির মিটিং হয়। শুক্রবার আগরতলা এয়ারপোর্টে অনুষ্ঠিত মিটিংয়ে উপস্থিত ছিলেন এডভাইজারি কমিটির চেয়ারম্যান সংসদ বিপ্লব কুমার দেব, আগরতলা এয়ারপোর্টের অধিকর্তা কে সি মিনা, সহ এয়ারপোর্টের বিভিন্ন শাখার আধিকারিক, ত্রিপুরা পুলিশের আধিকারিক সহ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সাংসদ বিপ্লব কুমার দেব বলেন আগরতলা থেকে সরাসরি দিল্লি ফ্লাইট বৃদ্ধি করার দাবি উঠছে। এই বিষয়ে আলোচনা হয়েছে। একইভাবে আগরতলা থেকে শিলং এবং আগরতলা থেকে আইজল পর্যন্ত সরাসরি বিমান চলাচল পুনরায় চালু করার বিষয়ে আলোচনা হয়েছে। সেই সাথে বিমানবন্দরে যাত্রী সুবিধার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। যাত্রীদের সুবিধার্থে বিভিন্ন বিষয় নিয়ে দিল্লি সরকারের সাথে আলোচনা করা হবে।
আগরতলা থেকে বাংলাদেশ পর্যন্ত বিমান চলাচল নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে সাংসদ বিপ্লব কুমার দেব স্পষ্ট জানিয়ে দেন বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগে পর্যন্ত এই জাতীয় কোন সম্ভাবনা নেই। সাংসদ বিপ্লব কুমার দেব আরো বলেন আগরতলা থেকে বাংলাদেশ পর্যন্ত বিমান চলাচলের জন্য আমাদের এখান থেকে সমস্ত প্রস্তুতি চূড়ান্ত রয়েছে। আগরতলা বিমানবন্দরে আন্তর্জাতিক মানের ইমিগ্রেশন সহ বিভিন্ন বিষয় উন্নয়নের জন্য রাজ্যের পরিবহন মন্ত্রী সুশান্ত দেব ইতিমধ্যেই দিল্লির সাথে কথা বলে সমস্ত ব্যবস্থা করে রেখেছেন। কিন্তু বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি তাতে এই সময়ে কোনভাবেই এই পরিষেবা চালু করার কোন সম্ভাবনা নেই বলেও তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন।
Recent Comments