প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ১৬ডিসেম্বর,,
রবিবার খয়েরপুর দেবরাম ঠাকুরপাড়ার সেনপাড়া মাঠে সমাপ্ত হল সাপ্তাহিক সংস্কৃতি হাটের বর্ষপূর্তি অনুষ্ঠান। সংস্কৃতি হাটের ৯ দিনব্যাপী বর্ষপূর্তি অনুষ্ঠানের সমাপ্তি দিনে দ্বিতীয় বর্ষের প্রথম অনুষ্ঠানের উদ্বোধন অনুষ্ঠানও সম্পন্ন হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য ক্রীড়া ও তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় সহ খয়েরপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রতন চক্রবর্তী, বিধানসভার দায়িত্বপ্রাপ্ত চিফ হুইপ কল্যাণী রায়,বিশ্ব সংস্কৃতি বলয়ের সভাপতি সেবক ভট্টাচার্য ,এিপুরার সংস্কৃতি কালচারাল কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী সহ অন্যান্যরা। এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সংস্কৃতি হাঠের মাঠে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি মূর্তির আবরণ উন্মোচন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক রতন চক্রবর্তী বলেন সনাতন ধর্মের মূল বৈশিষ্ট্য উদারতা, ভালোবাসা বিশ্বাস ,প্রেম, সর্বধর্ম সহিষ্ণুতা। এটাই ভারতবর্ষের সংস্কৃতির সবচেয়ে বড় শক্তি। এটাই ভারতবর্ষের আত্মা। পাঠান ,মোগল সবাই ভারতবর্ষকে আক্রমণ করেছে। কিন্তু সবাইকে আপন করে নেওয়ার ভারতবর্ষের সেই সংস্কারকে কেউ কেড়ে নিতে পারেনি।
( ভিডিও দেখতে প্লে বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন)
সংস্কৃতি হাটে প্রতি সপ্তাহে ভারতবর্ষের সেই সহিষ্ণুতা এবং সংস্কৃতির চিত্রই ফুটে উঠে বলে বিধায়ক দাবি করেন। এদিনের অনুষ্ঠানে ব্যাপক ভিড় লক্ষ করা গেছে ।
Recent Comments