Sunday, January 12, 2025
Google search engine
Homeত্রিপুরার খবরআগরতলা খবরদোরগোড়ায় বড়দিন উৎসব; প্রস্তুত দেখতে মরিয়ম নগরে বৈঠক বিধায়কের।

দোরগোড়ায় বড়দিন উৎসব; প্রস্তুত দেখতে মরিয়ম নগরে বৈঠক বিধায়কের।

প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ৭ ডিসেম্বর,,

আগামী ২৫ ডিসেম্বর প্রভু যীশুর জন্মদিন তথা খ্রিস্ট ধর্মাবলম্বীদের বড়দিন উৎসব। প্রতিবছরের ন্যায় এবারো বড়দিন উপলক্ষে রাজ্যের সর্ববৃহৎ অনুষ্ঠান হতে চলছে খয়েরপুর বিধানসভার মরিয়ম নগর স্থিত শান্তির রানী ক্যাথলিক চার্চে। মরিয়মনগরে বড়দিন উৎসবের উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। ধর্মীয় উৎসবের পাশাপাশি চলবে আনন্দমেলা সহ সাংস্কৃতিক অনুষ্ঠান। রাজ্যের সর্ববৃহৎ এই বড়দিনের অনুষ্ঠানকে সামনে রেখে শনিবার মরিয়ম নগরে ছুটে যান এলাকার বিধায়ক রতন চক্রবর্তী। বিধায়ক ক্যাথলিক চার্জের পরিচালক সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে আধিকারিকদের নিয়ে প্রাথমিকভাবে একটি প্রস্তুতি বৈঠক করেন।

(ভিডিও দেখতে প্লে বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন)

পরবর্তীকালে তিনি সাংবাদিকদের জানান আগামী দিনের এই উৎসবে রেকর্ড সংখ্যক লোকের সমাগম হবে মরিয়ম নগরে। এই উৎসবকে সামনে রেখে রাস্তাঘাট উন্নয়নের পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হয়েছে।তিনি বলেন আগামী দিনে সর্ব ধর্মের সমন্বয়ে এই ঐতিহ্যবাহী মিলন মেলায় লক্ষাধিক জনগনের ভিড় জমবে। বিধায়ক বলেন উৎসবকে সর্বাত্মক সার্থক করতে চার্চের ফাদার সহ চার্চ সংলগ্ন সমস্ত এলাকার লোকেদের নিয়ে আলোচনা হয় এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অতিসত্বর কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।

Desk Northeast Pratidhoni
Desk Northeast Pratidhoni
NorthEastPratidhoni, office: Khaja Manzil, Laddu chowmoni, West noabadi, Agartala, Tripura , India.
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments