Monday, December 23, 2024
Google search engine
Homeত্রিপুরার খবরআগরতলা খবরস্থানীয় সংবাদ মাধ্যমের প্রতি মানুষের আকর্ষণ বেড়েছে: মিডিয়া কর্মশালায় মুখ্যমন্ত্রী।

স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতি মানুষের আকর্ষণ বেড়েছে: মিডিয়া কর্মশালায় মুখ্যমন্ত্রী।

প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ৩০ নভেম্বর,,

বর্তমান সরকার অত্যন্ত সহানুভূতির সঙ্গে সাংবাদিকদের সমস্যা সমাধানের চেষ্টা করে থাকে। একটা সময় রাজ্যের মানুষ বহিরাজ্যের সংবাদপত্র গুলির উপর অনেকটা নির্ভরশীল ছিলেন। এখন স্থানীয় সংবাদমাধ্যমগুলির উপর পাঠক স্রোতাদের আকর্ষণ অনেক বেড়েছে। বৈদ্যুতিক সংবাদ মাধ্যমগুলিতেও গুণগতমানের দিক দিয়ে প্রতিযোগিতা বেড়েছে। নিউজ যাতে কোনভাবেই ভিউজ না হয় তারপর গুরুত্বারোপ করতে মুখ্যমন্ত্রী পরামর্শ করেছেন। তিনি বলেন ফেক নিউজ কোনভাবেই কাম্য নয়। সংবাদ মাধ্যমের ক্ষেত্রেও প্রযুক্তির বিরাট ভূমিকা এসে গেছে। চ্যালেঞ্জিং বিষয়গুলো নিয়ে ওয়ার্কশপ এবং আলোচনার উপর গুরুত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তর এবং আগরতলা প্রেস ক্লাবের উদ্যোগে শুক্রবার চার দিনব্যাপী মিডিয়া স্কিল ডেভেলপমেন্ট কর্মসূচীর সূচনা হয়েছে আগরতলা প্রেস ক্লাবে।

একইভাবে এদিন সরকারি খরচায় ৭৮ লক্ষ টাকা ব্যয় আগরতলা প্রেসক্লাবের লিফট নির্মাণের কাজের শিলান্যাস হয়। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। ছিলেন তথ্যসংস্কৃতি দপ্তরের সচিব পিকে চক্রবর্তী, পূর্ত দপ্তরের সচিব কিরণ গিত্তে, তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য, আগরতলা প্রেসক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য, সম্পাদক রমাকান্ত দে সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে রাজ্য সরকারের সংবাদমাধ্যম এবং সাংবাদিকদের মনোভাব নিয়ে নিজের বক্তব্য তুলে ধরেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন সাংবাদিকদের ওপর আক্রমণ বর্তমান সরকার কোনোভাবেই বরদাস্ত করবে না।

Desk Northeast Pratidhoni
Desk Northeast Pratidhoni
NorthEastPratidhoni, office: Khaja Manzil, Laddu chowmoni, West noabadi, Agartala, Tripura , India.
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments