প্রতিধ্বনি প্রতিনিধি,, বিশালগড়,,২১ নভেম্বর,,
চেছুড়িমাই এলাকার পর এবার চড়িলাম। বিশালগড়ে ফের লোকালয়ে উদ্ধার হল বড় ধরনের অজগর সাপ। বুধবার গভীর রাতে বিশালগড় থানার অন্তর্গত চড়িলাম ৮ নং জাতীয় সড়কের পাশে পুরান বাড়ি নতুন পেট্রোল পাম্পের পাশে প্রায় দশ হাত লম্বা অজগর সাপ ধরা পড়ে। পুরান বাড়ি এলাকার যুবক রাহুল সরকার স্কুটি নিয়ে বাজার থেকে বাড়ি যাওয়ার পথে অজগর সাপটি দেখতে পায়।
(ভিডিও দেখতে প্লে বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন)
খবর পেয়ে এক এক করে ছুটে আসে কৌতুহলী জনতা । পরে খবর দেওয়া হয় বন দপ্তরে। খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসে এবং সাপটিকে ধরে চিড়িয়াখানায় নিয়ে যায় । আগেও বিশালগড়ে একাধিক জায়গায় অজগর সাপ উদ্ধার হয়েছে।
Recent Comments