প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ৩ নভেম্বর,,
সন্ধ্যা রাতে নিজ বাড়িতে এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। অভিযোগ ছেলের হাতে তিনি খুন হয়েছেন। ঘটনা রাজধানী আগরতলার পূর্ব থানাধীন বিদ্যাসাগর পুরানো কালিবাড়ি রোডে। মৃত ব্যক্তির নাম কাজল দাস। শনিবার সন্ধ্যার পর নিজের ঘরের মধ্যেই ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। মৃতদেহের মাথার এক দিকে আঘাতের চিহ্ন রয়েছে। অভিযোগ তার ছেলে পাপন দাস তাঁকে হত্যা করেছেন।
খবর পেয়ে সদর মহকুমা পুলিশ আধিকারিক দেব প্রসাদ রায়ের নেতৃত্বে পূর্ব থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। বিষয়টি তদন্ত করছেন পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জি। তদন্তের স্বার্থে পুলিশ স্নিপার ডগ এবং ফরেনসিক বিশেষজ্ঞদের ঘটনা স্থলে ডেকে নেয়। খবর লেখা পর্যন্ত এই হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে পুলিশ বিস্তারিত কিছু বলেনি। দীপাবলি উৎসব শেষ হতেই শহরতলীতে এই ধরনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। হত্যাকাণ্ডের পর থেকে অভিযুক্ত ছেলে পলাতক বলে পুলিশের একটি সূত্রের দাবি।
Recent Comments