প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ৩০ সেপ্টেম্বর,,
বিদ্যুৎপৃষ্ট হয়ে নিহত হওয়া মাওলানা ইসলাম উদ্দিনের পরিবারকে আর্থিক সাহায্য প্রদান করল ত্রিপুরা ইমাম সংগঠন। ত্রিপুরা ইমাম সংগঠনের এক প্রতিনিধি দল আসাম রাজ্যের করিমগঞ্জ জেলার ইসলামপুর গ্রামের বিদ্যুৎপৃষ্ট হয়ে নিহত মওলানা ইসলাম উদ্দিনের বাড়িতে যান । নিহত মাওলানা সাহেবের অবুঝ তিন সন্তান দেখে প্রতিনিধি দল আবেগ আপ্লুত হয়ে পড়েন এবং উনার আত্মীয় স্বজনদেরকে নিয়ে উনার কবর জিয়ারত করেন।
অবশেষে নিহত মাওলানা সাহেবের পরিবারের সদস্যদের হাতে কৈলাসহর এবং ধর্মনগরের সহানুভূতিশীল মানুষের দানকৃত মোট ৫০০০০ (পঞ্চাশ হাজার) টাকা সহ নিত্য প্রয়োজনীয় কিছু সামগ্রী তুলে দেন। সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কৈলাসহর টাউন জামে মসজিদের ইমাম আলহাজ্ব হাফিজ আব্দুল জলিল , কুবঝার মরকজ জামে মসজিদের ইমাম মাওলানা শফিকুর রহমান, টিলাবাজার জামে মসজিদের ইমাম মৌলানা আব্বাছ আলী আল-জলিলী সহ কুর্তি ডেওবাড়ি মদনী মসজিদের ইমাম মাওলানা মোর্তুজা আলম, পাখিরবাদা জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুস শুকুর সহ অন্যান্যরা। এক বিবৃতিতে এই বিষয়টি জানা গেছে।
Recent Comments