প্রতিধ্বনি প্রতিনিধ,, আগরতলা,, ২০ সেপ্টেম্বর,,
সাম্প্রতিক বন্যা দুর্গতদের পরিবারে ইমারজেন্সি লাইট প্রদান করল ‘সিগনিফাই’ নামক বেসরকারি লাইট কোম্পানি। পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের সহযোগিতায় শুক্রবার এই লাইট প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার সহ অন্যান্যরা। সিগনিফাই-এর ‘হর ঘর রৌশন’ সিএসআর প্রকল্পের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রসঙ্গত সাম্প্রতিককালে বন্যায় বহু পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত অনেক পরিবার বিদ্যুৎহীন অবস্থাতে রয়েছে। সেই সমস্ত পরিবারগুলো যাতে আলোকিত হতে পারে তার উদ্দেশ্যেই এই ধরনের লাইট প্রদান অনুষ্ঠান।
Recent Comments