প্রতিধ্বনি প্রতিনিধি,,সোনামুড়া,, ২০ সেপ্টেম্বর,,
গত বুধবার স্কুল থেকে বাড়ি ফেরার পথে অপহৃত হয়েছিল সপ্তম শ্রেণীর নাবালিকা ছাত্রী। তিন দিন বাদেও সেই নাবালিকাকে খোঁজে বের করতে ব্যর্থ হয়েছে যাত্রাপুর থানার পুলিশ। ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং নাবালিকাকে অবিলম্বে উদ্ধারের দাবিতে শুক্রবার দুপুরে বাঁশপুকুর উচ্চ বিদ্যালয়ের সামনে ছাত্র-ছাত্রী সহ এলাকাবাসী সোনামুড়া কাঁঠালিয়া পথ অবরোধ করেন। ছাত্র-ছাত্রীরা তাদের স্কুলের নাবালিকাকে উদ্ধারে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ ব্যক্ত করেছেন।
ঘটনার বিবরণে জানা যায় গত বুধবার যাত্রাপুর থানার অন্তর্গত বাসপুকুর এলাকার ১৩ বছরের সপ্তম শ্রেণীতে পড়ুয়া এক নাবালিকা ছাত্রীকে বিদ্যালয় থেকে বাড়ি যাওয়ার সময় সোনামুড়া এন সি নগর এলাকার হুমায়ুন কবির সহ বেশ কয়েকজন যুবক অপহরণ করে নিয়ে যায়। পরবর্তী সময়ে নাবালিকা ছাত্রীর পরিবারের লোকজন যাত্রাপুর থানায় অভিযুক্ত হুমায়ুন কবিরের বিরুদ্ধে অপহরণের অভিযোগ করেন। কিন্তু পুলিশ ১৩ বছরের নাবালিকা উদ্ধারে কার্যকরী ভূমিকা নেয়নি। তারপরই শুক্রবার রাস্তা অবরোধ হয়। অবরোধকারীরা রাস্তায় বসে দাবি তোলেন অভিযুক্তকে খুব শীঘ্রই গ্রেফতার করে নাবালিকা ছাত্রীকে উদ্ধার করতে হবে। অন্যদিকে পথ অবরোধের খবর পেয়ে ছুটে যান যাত্রাপুর থানার ওসি সহ পুলিশ টি এস আর। পুলিশ দ্রুত নাবালিকাকে খুঁজে বের করার আশ্বাস দিলে অনেকক্ষণ পর রাস্তায় অবরোধ মুক্ত হয় বলে জানা গেছে।
Recent Comments