Monday, December 23, 2024
Google search engine
Homeত্রিপুরার খবরআগরতলা খবররাজধানীতে কালী মন্দিরে চুরির ঘটনায় পুলিশের সাফল্য! ধরা পরল কুখ্যাত চোরের দল।

রাজধানীতে কালী মন্দিরে চুরির ঘটনায় পুলিশের সাফল্য! ধরা পরল কুখ্যাত চোরের দল।

প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ১০ সেপ্টেম্বর,,

উৎসবের সময়ে দুর্গা পূজাকে সামনে রেখে পুলিশি টহল সহ নিরাপত্তা বাড়ানো হয়েছে রাজধানী আগরতলায়। বসানো হয়েছে অতিরিক্ত নাকা পয়েন্ট এবং সিসি ক্যামেরা। নাগরিক সুরক্ষায় সদর মহকুমা পুলিশের বাড়তি তৎপরতায় উঠে আসছে সাফল্য। সদর এসডিপিওর নেতৃত্বে শহরের দুই থানার পুলিশের হাতে উঠে আসছে একের পর এক সাফল্য। মঙ্গলবার পূর্ব থানার পুলিশ গ্রেফতার করেছেন ৮ কুখ্যাত চোরকে। তাদের কাছ থেকে চন্দ্রপুর কালী মন্দির থেকে চুরি যাওয়া সোনার গহনা সহ উদ্ধার হয়েছে একাধিক চুরির মালামাল। মঙ্গলবার পূর্ব আগরতলা থানায় সাংবাদিক সম্মেলন করে বিষয়টি জানিয়েছেন মহাকুমা পুলিশ আধিকারিক দেবপ্রসাদ রায়। এসডিপিও বলেন পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জির নেতৃত্বে পুলিশ দল এই সাফল্য তুলে এসেছে। ধৃতরা রাজধানীর একাধিক কালী মন্দিরে চুরির ঘটনায় জড়িত।

(ভিডিও দেখতে প্লে বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন)

ঘটনার বিবরণে জানা গেছে কিছুদিন আগে আগরতলার জ্যাকসন গেইট স্থিত পুর নিগমের ২০নং ওয়ার্ড অফিস থেকে কিছু সামগ্রী চুরি হয়েছিল। তদন্তে নেমে পূর্ব থানার পুলিশ মহারাজগঞ্জ বাজার থেকে আটক করে কুখ্যাত চোর সুনীল দেববর্মাকে। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে আরো ৬ জন সহ মোট ৮ জনকে গ্রেফতার করা হয়।অভিযোগ জানানো হয় পুলিশে। উদ্ধার করা হয় সম্প্রতি চন্দ্রপুর কালি মন্দির থেকে চুরি যাওয়া সোনার চেইন, একটি জেনারেটর। এইচডিপি বলেন অভিজিৎ দেবনাথ এবং সঞ্জয় রায় এই দুজন মিলে চন্দ্রপুর কালীবাড়িতে কালী মূর্তির গলা থেকে সোনার চেইন চুরি করে সেটিকে দুই টুকরো করে দুইজনে ভাগ করে নিয়েছিল।মঙ্গলবার পুলিশ ধৃত সাতজনকে রিমান্ড চেয়ে আদালতে হাজির করেছে বলে জানা গেছে।

Desk Northeast Pratidhoni
Desk Northeast Pratidhoni
NorthEastPratidhoni, office: Khaja Manzil, Laddu chowmoni, West noabadi, Agartala, Tripura , India.
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments