Monday, December 23, 2024
Google search engine
Homeত্রিপুরার খবরআগরতলা খবরসাংবাদিকের উপর হামলার ঘটনায় পুলিশকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর! পূর্ব থানার হাতে গ্রেপ্তার...

সাংবাদিকের উপর হামলার ঘটনায় পুলিশকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর! পূর্ব থানার হাতে গ্রেপ্তার তিন।

প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ১০ সেপ্টেম্বর,,

কোন নেতার লোক হোক কিংবা রাজনৈতিক দলের, আইনশৃঙ্খলা যারাই নষ্ট করার চেষ্টা করবে তাদের রেহাই দেওয়া হবে না। সাংবাদিকদের উপর হামলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। রবিবার রাজধানীর বুকে কয়েকজন সাংবাদিকের উপর গেরুয়া ধারী একদল যুবকের হামলার ঘটনার প্রতিক্রিয়া দিতে গিয়ে এই হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। মঙ্গলবার একটি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের মুখে মুখ্যমন্ত্রী বলেন সাংবাদিকদের উপর আক্রমণের ঘটনা আমি যখনই খবর পেয়েছি পুলিশকে নির্দেশ করেছে অভিযুক্তদের গ্রেপ্তার করতে। পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করেছে। মুখ্যমন্ত্রী বলেন দীর্ঘ বছর একটা অংশের ডিএনএতে উৎশৃঙ্খলতা ঢুকে গেছে। তাদেরকে ঠিক করতে হবে। শান্তির পরিবেশ তৈরি করতেই হবে। উশৃংখলকারীরা যে নেতা কিংবা দলের লোকই হোক না কেন, তাদের বিরুদ্ধে কড়া ভূমিকা নেওয়া হবে।

(ভিডিও দেখতে প্লে বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন)

প্রসঙ্গত রবিবার রাতে আগরতলা শহরে একদল গেরুয়াধারী যুবকের হাতে আক্রান্ত হয়েছিলেন রাজ্যের সাংবাদিক। সাংবাদিকদের উপর হামলার ঘটনার প্রতিবাদে সোমবার পুলিশ সদর দপ্তরে গণ ডেপুটেশন দেন বরিষ্ঠ সাংবাদিক সহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের প্রতিনিধিরা। ভারপ্রাপ্ত পুলিশ মহা নির্দেশক অনুরাগ ধনখর তখনই জানিয়েছিলেন সাংবাদিকের উপর আক্রমণের ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার একটি অনুষ্ঠানে সাংবাদিকরা মুখ্যমন্ত্রীকে এই বিষয়ে প্রশ্ন করেছিলেন। তখনই সাংবাদিকদের সুরক্ষা সহ উশৃংখলাকারীদের বিরুদ্ধে নিজের কড়া মনোভাব ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে রবিবারের সাংবাদিকদের উপর হামলার ঘটনায় পূর্ব থানার পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে। সদর মহকুমা পুলিশ আধিকারিক দেবপ্রসাদ রায় বলেন ধৃত তিনজনের নাম সৌরভ ভট্টাচার্য, সুকান্ত দেবনাথ, আকাশ বণিক। তাদের ৩ জনেরই এফ আই আর এ নাম রয়েছে বলে এসডিপিও দাবি করেছেন।

Desk Northeast Pratidhoni
Desk Northeast Pratidhoni
NorthEastPratidhoni, office: Khaja Manzil, Laddu chowmoni, West noabadi, Agartala, Tripura , India.
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments