প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ৯ সেপ্টেম্বর,,
রহস্যজনকভাবে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক বিএসএফ জোয়ানের। মৃত জোয়ানের নাম বি অরুন দিলীপ। তিনি ত্রিপুরার কমলপুর স্থিত বিএসএফ ১০৫ নাম্বার ব্যাটেলিয়ানের জোয়ান ছিলেন। সোমবার দুপুরে তাঁকে গুলিবিদ্ধ অবস্থায় কমলপুর থেকে জিবি হাসপাতাল আনা হয় । হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিকভাবে জোয়ানের সঙ্গে থাকা অন্যান্য বিএসএফ কর্মী এবং আধিকারিকরা সাংবাদিকদের কাছে বিষয়টি নিয়ে স্পষ্ট করে কিছু বলেননি। তারা এই ঘটনাকে আত্মহত্যা বলে দাবি করে সাংবাদিকদের থেকে মুখ ঘুরিয়ে নেন। হাসপাতাল সূত্রের খবর গুলির আঘাতের চিহ্ন এবং ধরন দেখে বিষয়টি আত্মহত্যার বলেন মনে হয়নি। ফলে এই মৃত্যুর কারণ নিয়ে রহস্য থেকে যাচ্ছে।
Recent Comments