আগরতলা,, ২ আগস্ট,,
বুধবার আগরতলা আশ্রম চৌহনি স্থিত দক্ষিণ চন্দ্রপুর গাউছিয়া মাদ্রাসায় আকস্মিক পরিদর্শন করলেন রাজ্য ওয়াকফ বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান তথা ভাজপা নেতা শাহ আলম। এসপিকিউইএম পরিচালিত এই মাদ্রাসায় রাজধানীর দক্ষিণচন্দ্রপুরের প্রাথমিক স্তরের ছাত্রছাত্রীরা পড়াশোনা করে। রাজ্য বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে নিয়ন্ত্রিত এই মাদ্রাসায় ভারপ্রাপ্ত শিক্ষক হিসেবে রয়েছেন আবু সাঈদ খান। রয়েছেন সহকারী শিক্ষক সহ দুইজন মহিলা মিড ডে মিল কর্মী। এদিন সকাল ১১ টায় এই মাদ্রাসা স্কুলে গিয়ে ছাত্র-ছাত্রীদের সাথে কথা বলেন শাহ আলম মজুমদার। তিনি মাদ্রাসা পঠন পাঠন নিয়ে খোঁজখবর নেন এবং বিভিন্ন অসুবিধার কথা জানতে পারেন। আকস্মিক পরিদর্শনে গিয়ে শিক্ষকদের উপস্থিতি এবং মাদ্রাসার পরিচ্ছন্নতা এবং ব্যবস্থাপনা দেখে সন্তুষ্টি প্রকাশ করেছেন ওয়াকফ বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান। তিনি দেশের প্রতি ভালবাসা তৈরি করতে এবং রাজ্যের স্বার্থে ছাত্র-ছাত্রীদের গুণগত শিক্ষা দিতে শিক্ষক সদস্যদের আহ্বান জানিয়েছেন।
Recent Comments