Monday, December 23, 2024
Google search engine
Homeজাতীয় খবরত্রিপুরায় নিরাপত্তাহীন রেল স্টেশন ! রেল থেকে নামিয়ে টিটিকে পেটাল জনজাতি মহিলারা।

ত্রিপুরায় নিরাপত্তাহীন রেল স্টেশন ! রেল থেকে নামিয়ে টিটিকে পেটাল জনজাতি মহিলারা।

প্রতিধ্বনি প্রতিনিধি,, আমবাসা,, ৬ সেপ্টেম্বর,,

রেলের যাত্রীবাহী কামড়ায় সবজি সহ অন্যান্য মালপত্র রাখতে নিষেধ করায় ভারতীয় রেলের এক টিটিকে অমাবিকভাবে পেটালো কয়েকজন জনজাতি মহিলা। এই ঘটনা শুক্রবার সকালে ত্রিপুরার মনু রেল স্টেশনে। এদিন সকালে ধর্মনগর থেকে আগরতলা আসছিল 05676 যাত্রীবাহী ট্রেন। সেই ট্রেনের যাত্রীবাহী কামড়ায় প্রচুর পরিমাণ কলা সহ অন্যান্য মালপত্র তুলে দেন কয়েকজন জনজাতি মহিলা।

যাত্রীবাহী কামড়াতে মালপত্র উঠানোর ফলে সাধারণ যাত্রীদের প্রচণ্ড অসুবিধা তৈরি হয়েছিল। যাত্রীরা অভিযোগ করেন রেলের টিটি অতুল কৌশিককে। যাত্রীদের অভিযোগ পেয়ে টিটি জনজাতি মহিলাদের তাদের মালপত্র নামিয়ে নিতে নির্দেশ দেন। এতেই ক্ষুব্ধ হয়ে পড়েন জনজাতি মহিলারা। তারা টিটির সাথে ঝামেলায় জড়িয়ে পড়েন। মনু রেল স্টেশনে আসার পর তারা সেই টিটিকে রেল থেকে টেনে হিচড়ে নামিয়ে নেন। স্টেশনের মধ্যেই চলে টিটিকে মারপিট। মহিলাদের সঙ্গে কয়েকজন জনজাতি যুবকও জড়িত ছিল এই হামলার ঘটনায়।

(সম্পূর্ণ ঘটনার ভিডিও দেখতে প্লে বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন)

টিটি অতুল কৌশিকের অভিযোগ তার কাছ থেকে মোবাইল ফোন সহ অনেক কিছু ছিনিয়ে নেওয়া হয়েছে। আশ্চর্যের বিষয় হল স্টেশনের মধ্যে রেলওয়ে কর্মীকে মারধর করা হলেও সেখানে ত্রিপুরা সরকারের কোন রেল পুলিশকর্মী কিংবা কেন্দ্রীয় রেল পুলিশের কোন জোয়ান উপস্থিত ছিলেন না এবং টিটিকে রক্ষা করেননি। স্টেশনে উপস্থিত লোকজন কয়েকজন গিয়ে ওই টিটিকে উদ্ধার করে রেলের ভেতর উঠিয়ে দেন। ত্রিপুরা রেল স্টেশনে জনজাতি মহিলাদের দ্বারা রেলওয়ে টিটিকে নিগ্রহ করার ঘটনা ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। ঘটনায় বিভিন্ন মহল থেকে প্রতিবাদ শুরু হয়েছে। দাবি উঠেছে অভিযুক্তদের গ্রেফতার করার। যদিও খবর লেখা পর্যন্ত পুলিশ টিটিকে মারধরের ঘটনায় জড়িত কাউকে গ্রেফতার করার খবর পাওয়া যায়নি।

Desk Northeast Pratidhoni
Desk Northeast Pratidhoni
NorthEastPratidhoni, office: Khaja Manzil, Laddu chowmoni, West noabadi, Agartala, Tripura , India.
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments