প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ৬ আগস্ট,,
বিগত বছরের ন্যায় এবারও স্বাধীনতা দিবসের প্রাক মুহূর্তে হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালিত হবে দেশে। গোটা দেশের সাথে রাজ্যেও ঘরে ঘরে তিরঙ্গা কর্মসূচি সর্বাত্মক সাফল্যমন্ডিত করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ১৩ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত চলবে এই কর্মসূচি। এই কর্মসূচিকে সামনে রেখে আগরতলা পুর নিগমের কাউন্সিল মিটিংয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
মঙ্গলবার পুর নিগমে মেয়র দীপক মজুমদারের পৌরহিত্যে অনুষ্ঠিত মাসিক কাউন্সিল বৈঠকে হর ঘড় তিরঙ্গা কর্মসূচি নিয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মেয়র জানিয়েছেন প্রতিটি ওয়ার্ড, প্রতিটি বাড়ি ,প্রতিটি বাজারে স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে তিন দিনব্যাপী জাতীয় পতাকা উত্তোলন করা হবে। এছাড়াও বৈঠকে নানাবিধ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। প্রসঙ্গত প্রতিমাসে এরকম কাউন্সিল বৈঠক অনুষ্ঠিত হয়।
Recent Comments