আগরতলা,,৬ আগস্ট,,
ত্রিপুরা ওয়েব মিডিয়া ফোরামের পরিচালন কমিটি পুনর্গঠিত হয়েছে। আগামী ২০২৫ পর্যন্ত এক বছরের জন্য নির্বাচিত কমিটিতে সভাপতি বাপি রায়, সহ-সভাপতি সন্দীপ বিশ্বাস ও হীরক গুপ্ত, সম্পাদক অভিষেক দে, যুগ্ম-সম্পাদক দ্বীপজিৎ আচার্য ও গৌতম ঘোষ, কোষাধ্যক্ষ সুমন মহলানবীশ, কার্যকরী সদস্য মোঃ নুরুল হক, রাজেশ রায়, দীপঙ্কর দেব, সুব্রত দেবনাথ, সুপ্রভাত দেবনাথ ও সৌমেন সেন সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার বেলা বারোটায় আগরতলা প্রেসক্লাবের কনফারেন্স হল-এ টি.ডব্লিও.এম.এফ-র বার্ষিক সাধারণ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সম্পাদক অভিষেক দে তাঁর সম্পাদকীয় প্রতিবেদন মৌখিকভাবে এবং বার্ষিক আয়-ব্যয়ের হিসেব-নিকেশ পেশ করলে উপস্থিত অধিকাংশ সদস্যরাই তা নিয়ে আলোচনা করেন এবং সবশেষে ধ্বনী ভোটে সেগুলো লিখিত আকারে গৃহীত হয়। উপস্থিত সদস্যদের প্রত্যেকেই সুচিন্তিত প্রস্তাব পেশ করার পাশাপাশি আলোচনায় অংশগ্রহণ করেন। সভায় সম্পূর্ণ গণতান্ত্রিক উপায়ে নির্বাচনী প্রক্রিয়ায় নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। উত্থাপিত বেশ কিছু গঠনমূলক প্রস্তাব ইতোমধ্যে বাস্তবায়িত করা হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ফোরামের পক্ষ থেকে সম্পাদক অভিষেক দে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
Recent Comments