প্রতিধ্বনি প্রতিনিধি,, ধর্মনগর,, ২৩ জুন,,
দেড় কোটি টাকার গাঁজা সহ আসামে ধরা পড়লো ত্রিপুরা থেকে যাওয়া পণ্যবাহী লরি। আসামের চুড়াইবাড়ি ওয়াচ পোস্টে আসাম পুলিশের দল শনিবার সন্ধ্যায় গাঁজা ভর্তি গাড়িটিকে আটক করেছে। আটক করা হয়েছে গাড়ির চালক অমিত কুমারকে। ঘটনার বিবরণে জানা যায় এদিন HP17E-9474 নম্বরের একটি বারো চাকার লরি বিহারের গাজীপুর যাওয়ার উদ্দেশে ত্রিপুরা সীমান্ত পেরিয়ে অসম চুরাইবাড়ি ওয়াচ পোস্টের নাকা গেইটে ঢুকে। গোপন খবরের ভিত্তিতে সেই নাকা পয়েন্টে থাকা আসাম পুলিশের বিভাগীয় ইনচার্জ প্রনব মিলি পুলিশ দল সহ সেই গাড়িটিকে আটক করে। সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ গাড়িটি আটক করার পর শুরু হয় তল্লাশি। দীর্ঘক্ষণ তল্লাশির পর গাড়ির পেছনে খালি বস্তার মাঝে থাকা গোপন কেবিন থেকে এই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয়।
জানা গেছে ছোট বড়ো মোট ৯২ টি পেকেটে ৮০৬ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত গাঁজার কালোবাজারি মূল্য প্রায় দেড় কোটি টাকা বলে জানান আসাম পুলিশের আধিকারিকরা। আসাম পুলিশ এই ঘটনায় এনডিপিএস আইনে মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। গ্রেফতার করা হয়েছে গাড়ির চালক অমিত কুমারকে। পুলিশ তার বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করেছে এবং আগামীকাল তাকে করিমগঞ্জ সিজেএম আদালতে সোপর্দ করা হবে। আসাম পুলিশের হাতে গাঁজা ভর্তি গাড়ি আটক হওয়ার পর এবার প্রশ্ন উঠেছে ত্রিপুরা পুলিশের ভূমিকা নিয়ে। কেননা ত্রিপুরা থেকে এই গাজা ভর্তি গাড়ি কিভাবে একের পর এক পুলিশ নাকা পার করে আসাম গিয়ে ঢুকলো তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। অভিযোগ তিন লক্ষ টাকার বিনিময়ে নাকি ত্রিপুরা পুলিশের একাংশ এই গাজা ভর্তি গাড়িকে বহিরাজ্যে পাশ দিয়েছিল। ঘটনার তদন্তের দাবি উঠেছে খোদ পুলিশ মহল থেকে।
Recent Comments