সংবাদ প্রতিনিধি,, আগরতলা,,২০ জুন,,
বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে ফিনাইল খেয়ে আত্মহত্যার চেষ্টা করল ফাঁসির সাজাপ্রাপ্ত এক আসামী। আশঙ্কাজনক অবস্থায় তাকে জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই আসামির নাম কালি কুমার ত্রিপুরা (৩৮)। আসামীর বাড়ি আমবাসাতে। কেন্দ্রীয় সংশোধনাগারের এক কর্মীর বিবরণ অনুযায়ী কালী কুমার ত্রিপুরার ফাঁসির আদেশ হয়েছিল। দীর্ঘদিন যাবত তিনি বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দি রয়েছেন। বুধবার সকালে সংশোধনাগারের ভেতরেই সে ফিনাইল পান করে আত্মহত্যার চেষ্টা করে। সঙ্গে সঙ্গে বিষয়টি টের করতে পেরে কারা রক্ষীরা তাকে জিবি হাসপাতালে নিয়ে যায়। সংশোধনাগারের ভেতরে সাজা প্রাপ্ত আসামীর এভাবে আত্মহত্যার চেষ্টা নিয়ে চাঞ্চল্য এবং কারারক্ষীদের ভূমিকা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।
Recent Comments