Monday, December 23, 2024
Google search engine
Homeজাতীয় খবরহোস্টেলের খাদ্যে পার্শ্ব প্রতিক্রিয়া ! স্কুলের ভেতরে অসুস্থ অর্ধশত ছাত্রী। ১৫...

হোস্টেলের খাদ্যে পার্শ্ব প্রতিক্রিয়া ! স্কুলের ভেতরে অসুস্থ অর্ধশত ছাত্রী। ১৫ জন হাসপাতালে।

প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ২০ জুন,,

আগরতলার বুকে বোধজঙ মহিলা স্কুলে একসঙ্গে বহু সংখ্যক ছাত্রী পরপর অসুস্থ হওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। আহত ছাত্রীদের দ্রুত জিবি হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিকভাবে স্কুলের শিক্ষকদের দাবি ইন্দ্রনগর মহারাজা বীর বিক্রম সোসাইটি পরিচালিত হোস্টেলে থাকা ছাত্রীরাই অসুস্থ হয়েছে। আহত ছাত্রীরা অধিকাংশ জনজাতি। প্রাথমিকভাবে সেই হোস্টেলের খাবারে কোন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়াকে এই ঘটনার জন্য দায়ী করা হচ্ছে। যদিও সেই হোস্টেল কর্তৃপক্ষের দাবি সেখানে ৯২ জন ছাত্র রয়েছে। সবাই একই খাবার খেয়ে স্কুলে গেছে। মহারানী তুলসীবতি স্কুল সহ বিভিন্ন স্কুলে এই হোস্টেলের ছাত্রীরা রয়েছে। ফলে অন্যান্য স্কুলের ছাত্রীদের শারীরিক অবস্থার বিষয়টিও তদন্ত সাপেক্ষে রয়েছে । একসঙ্গে এত সংখ্যায় ছাত্রী অসুস্থ হওয়ার পর রাজ্য প্রশাসনে রীতিমতো ছোটাছুটি শুরু হয়েছে। অসুস্থ ছাত্রীদের চিকিৎসার খোঁজখবর নিচ্ছেন খোদ মুখ্যমন্ত্রী।স্কুলে ছুটে গেছেন পশ্চিম জেলাশাসক সহ প্রশাসনের টিম। হোস্টেলে পাঠানো হয়েছে স্বাস্থ্য দপ্তরের টিম। সংগ্রহ করা হচ্ছে খাবার নমুনা।

স্কুলে দুপুরের বিভাগের পড়াশোনা শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে ছাত্রীরা একের পর এক পেট ব্যথায় অস্থির হতে শুরু করে। কয়েকজন কান্নাকাটি শুরু করে। একযোগে শুরু হয় পেট ব্যথা, বমি এবং অন্যান্য শারীরিক উপশম। এক যোগে ছাত্রীদের পরপর এভাবে অসুস্থ হওয়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সহছাত্রী সহ স্কুলের শিক্ষক শিক্ষিকা অসুস্থ ছাত্রীদের প্রাথমিক চিকিৎসা প্রদানের ব্যবস্থা করেন। কিন্তু কয়েকজন ছাত্রী রীতিমত ছটফট শুরু করে। পরে স্কুল কর্তৃপক্ষ তড়িঘড়ি অ্যাম্বুলেন্স খবর দিয়ে অসুস্থ ছাত্রীদের হাসপাতালে পাঠায়। পরপর তিনটি অ্যাম্বুলেন্সে ১৫ জনের বেশি ছাত্রীকে জিবি হাসপাতালে পাঠানো হয়। অসুস্থ ছাত্রীরা সবাই ইন্দ্রনগর মহারাজা বীর বিক্রম সোসাইটি পরিচালিত হোস্টেলের ছাত্রী । খবর লেখা পর্যন্ত জিবি হাসপাতালে একাধিক ছাত্রী চিকিৎসাধীন রয়েছে। একই হোস্টেলের আরো ৩৫ জন ছাত্রী স্কুলে বিশেষ নজরদারিতে রয়েছে। স্কুল কর্তৃপক্ষ স্কুলে অবস্থানরত ছাত্রীদের শারীরিক অবস্থার খোঁজ খবর রাখছেন বলেন ঘটনাস্থলে গিয়ে জানিয়েছেন পশ্চিম জেলা শাসক ডক্টর বিশাল কুমার। জেলাশাসক বলেন আহত ছাত্রীদের অভিভাবকদের খবর জানানো হয়েছে এবং তাদের অধিকাংশই স্থিতিশীল অবস্থায় রয়েছেন। অন্যদিকে ঘটনার পর মুখ্যমন্ত্রী জিবি হাসপাতালে অসুস্থ ছাত্রীদের শারীরিক অবস্থার খোঁজখবর করে উন্নত চিকিৎসা ব্যবস্থা করতে চিকিৎসকদের নির্দেশ দিয়েছেন।

একইভাবে স্বাস্থ্য দপ্তরের একটি টিম নির্দিষ্ট সেই হোস্টেলে গিয়ে খাবারের নমুনা ‌সংগ্রহ করে বিষয়টি খোঁজখবর শুরু করেছে।

প্রাথমিকভাবে জানা গেছে হোস্টেলের ছাত্রীরা স্কুলে যাবার আগে ডালভাত খেয়েছিলেন, কয়েকজন আমার বাইরে থেকে চিপস খেয়েছেন। ঠিক কোন ধরনের খাবারে কি ধরনের প্রতিক্রিয়া এই রোগের কারণ তা খবর লেখা পর্যন্ত নিশ্চিত ভাবে জানা যায়নি। অভিভাবক মহল এই ঘটনায় হোস্টেল কর্তৃপক্ষের বিরুদ্ধে তদন্তক্রমে শাস্তির দাবি তুলেছেন। ধারণা করা হচ্ছে হোস্টেলে খাবার তৈরি করার সময় অসতর্কতায় কোন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছিল যা ছাত্রীদের অসুস্থতার কারণ। যদিও হোস্টেল কর্তৃপক্ষ প্রাথমিকভাবে এই অভিযোগ অস্বীকার করছেন। খবর লেখা পর্যন্ত স্বাস্থ্য দপ্তর সহ পুলিশ প্রশাসনের টিম সেই হোস্টেলে চলে গেছে এবং বিষয়টি তদন্ত করছে। অন্যদিকে ঘটনার খবর পেয়ে বামপন্থী ছাত্র সংগঠন জিবি হাসপাতালে ছুটে যায় এবং ছাত্রীদের দ্রুত সুস্থতা কামনা করার পাশাপাশি ঘটনার তদন্ত দাবি করে।

Desk Northeast Pratidhoni
Desk Northeast Pratidhoni
NorthEastPratidhoni, office: Khaja Manzil, Laddu chowmoni, West noabadi, Agartala, Tripura , India.
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments