Tuesday, July 1, 2025
Google search engine
Homeজাতীয় খবরত্রিপুরার আনারস যাচ্ছে ওমানে; যাত্রার সূচনা করলেন কৃষিমন্ত্রী।

ত্রিপুরার আনারস যাচ্ছে ওমানে; যাত্রার সূচনা করলেন কৃষিমন্ত্রী।

প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ১৩ জুন,,

রাজ্যের সুস্বাদু কুইন আনারস এবার পাড়ি জমাচ্ছে মধ্যপ্রাচ্যের ওমানে। ত্রিপুরার অর্গানিক কুইন পাইনাপেল প্যাকেট রেলপথ এবং আকাশপথে পৌঁছে যাবে ওমানে। বৃহস্পতিবার সন্ধ্যায় আগরতলা রেল স্টেশনে দেওঘর এক্সপ্রেস ৬০০কেজি অর্গানিক উইন আনারস প্যাকেটজাত করে বিদেশের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। রেল পথে এই আনারস দেওঘরে যাবে এবং সেখান থেকে বিমানপথে বিদেশের উদ্দেশ্যে পাঠানো হবে বলে জানা গেছে। এদিন রেল স্টেশনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে পতাকা নেড়ে রাজ্যের আনারসের ওমান যাত্রার (ব্যবসার) সূচনা করেন কৃষিমন্ত্রী রতন লাল নাথ। তিনি বলেন ত্রিপুরার কুইন আনার সহ সুস্বাদ কাঁঠালের ব্যাপক চাহিদা রয়েছে দেশের বিভিন্ন রাজ্য সহ বিদেশের মাটিতে। সেই চাহিদা পূরণের মাধ্যমে রাজ্যের কৃষি জাতীয় পণ্যে ভালো দামে বিক্রি সহ কৃষকদের উন্নতি সম্ভব। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর রাজ্যের কৃষকদের ব্যবসায়িক উন্নতির লক্ষ্যে রাজ্যের কৃষিজ পণ্য দেশ-বিদেশে বাজারজাতকরণ শুরু হয়েছে বলে মন্ত্রী দাবী করেছেন।

Desk Northeast Pratidhoni
Desk Northeast Pratidhoni
NorthEastPratidhoni, office: Khaja Manzil, Laddu chowmoni, West noabadi, Agartala, Tripura , India.
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments