প্রতিধ্বনি প্রতিনিধি,, বিশালগড় ,, ৭ জুন,,
ইন্দু-বাংলা সীমান্তে মাদক পাচারের সময় ৪০ হাজার ইয়াবা ট্যাবলেট সহ ফের এক পাচারকারীকে আটক করলো বিএসএফ জোয়ানরা। পরে আমতলী থানার ওসি রঞ্জিত দেবনাথের নেতৃত্বে পুলিশ এবং বিএসএফ তল্লাশি অভিযান করে উদ্ধার করে একটি দেশী পিস্তল সহ ৫ রাউন্ড তাজা গুলি এবং একটি ম্যগজিন । আমতলী থানার পুলিশের সঙ্গে এই অভিযানে বিএসএফ ৪২ নম্বর বাহিনীর “ডি”কোম্পানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ধৃত মাদক পাচারকারীর নাম আবু সালাম ভূঁইয়া(৫৯)। সে বাংলাদেশে নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট পাচারের চেষ্টা করেছিল বলে খবর। তার বাড়ি আমতলী থানাধীন মতিনগরে। পুলিশ সূত্রের খবর তার বাড়িতে তল্লাশি চালিয়ে ৪০ হাজার ইয়াবা সহ পিস্তল এবং গুলি উদ্ধার হয়েছে । এই পিস্তল এবং গুলি সে বাংলাদেশে পাচার করার উদ্দেশ্যে রেখেছিল নাকি কোন সন্ত্রাস তৈরি করার জন্য তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। আমতলী থানার পুলিশ এই ঘটনায় মামলা নিয়ে তদন্ত শুরু করছে। যদিও পুলিশের তরফে সরকারিভাবে এই বিষয়ে কিছু জানানো হয়নি। জেলা পুলিশ সুপার ডক্টর কিরণ কুমার শুক্রবার ১১ টায় এই ঘটনায় সাংবাদিকদের থানায় ডেকে বিবৃতি দেওয়ার আগে পুলিশ কর্মীদের কোন তথ্য শেয়ার করতে নিষেধ করেছেন বলে খবর। থানা পুলিশ এবং বিএসএফের সাফল্যে বরাবরের মতোই এসপি সাহেব নিজের কৃতিত্ব বলে জাহির করতে চাইছেন। প্রসঙ্গত কিছুদিন আগেও একই থানা এলাকায় বিএসএফের অভিযানে অস্ত্র সহ মাদক কারবারি ধরা পড়েছিল।
Recent Comments