প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ৩০ মে,,
অবৈধভাবে আগরতলায় পাচারের পথে ত্রিপুরা মিজোরাম বর্ডারে ধরা পড়লো বহিরাগত ২৪টি প্রাণী। এগুলির মধ্যে ১৮ টি সাপ, ৪টি কচ্ছপ এবং ২টি বানর রয়েছে। অবৈধভাবে পশু পাচারের অভিযোগে মিজোরাম পুলিশ ত্রিপুরার ২ জনকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে রয়েছেন গোমতী জেলার অমরপুরের চাংথাং মাউইয়া(৩২) এবং উত্তর ত্রিপুরার বিনয় মলসুম(৩৪)। মিজোরাম পুলিশ সূত্রের খবর ত্রিপুরা মিজোরাম সীমান্তের কামুনে মিজোরাম পুলিশ গাড়ি তল্লাশি করতে গিয়ে গাড়ির ভেতর বহিরাগত প্রাণী দেখতে পায়। গাড়ি চালক ছিলেন চাংথাং মাউইয়া। গাড়িতে তল্লাশি চালিয়ে বাক্সবন্দী অবস্থায় ১৮টি সাপ, ২টি বানর এবং ৪টি কচ্ছপ উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে জানা যায় এগুলি মায়ানমার থেকে আনা হয়েছিল। আইজল বাস স্ট্যান্ড থেকে বিনয় মলসুম এই প্রাণীগুলি চাংথাংকে দিয়েছিল আগরতলা পর্যন্ত পৌঁছানোর জন্য। চাংথাং- এর তথ্য মূলে মিজোরাম পুলিশ পরবর্তীকালে বিনয় মলসুমকে গ্রেফতার করে। পুলিশ উদ্ধারকৃত প্রাণীগুলি কামুন ফরেস্ট রেঞ্জের আধিকারিকদের হাতে সপে দিয়েছে। মিজোরাম পুলিশ মামলা নিয়ে বিষয়টি তদন্ত করছে।
Recent Comments