প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ২৯ মে,,
আন্তর্জাতিক মানব পাচার কাণ্ডে আরো এক কুখ্যাত অভিযুক্তকে গ্রেফতার করল এন আই এ তথা জাতীয় তদন্তকারী সংস্থা । ধৃতের নাম জলিল মিয়া। তার বিরুদ্ধে তথ্য দেওয়ার জন্য এক লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল এনআইএ। মঙ্গলবার গোপন খবরের ভিত্তিতে এনআইএ-র একটি দল ত্রিপুরা থেকে তাকে গ্রেফতার করেছে। সূত্রের দাবি তাকে গ্রেফতারের পর আগরতলা থেকে নিয়ে যাওয়া হয়েছে আসামে। এনআইএ সূত্রে জানা গেছে ২০২৩ সালে আসাম টাস্ক ফোর্স পাসপোর্ট এক্ট ১৯৬৭ সহ বিভিন্ন ধারায় একটি মামলা নিয়েছিল। সেই মামলায় তদন্তে ত্রিপুরা হয়ে ভারতে বাংলাদেশী এবং রোহিঙ্গাদের অনুপ্রবেশের চাঞ্চল্যকর তথ্য সামনে উঠে আসে। পরবর্তীকালে মামলাটির তদন্ত শুরু করে এনআইএ তথা জাতীয় তদন্তকারী সংস্থা। সেই মামলায় গত ফেব্রুয়ারি মাসে এনআইএ দেশের বিভিন্ন রাজ্যে একযোগে অভিযান করেছিল। সেই অভিযানে ত্রিপুরা থেকে সর্বাধিক ৩৩ জন টাউট তথা আন্তর্জাতিক মানব পাচারকারীকে আটক করা হয়েছিল। সেই মামলায় মানব পাচারের অন্যতম মুখ্য ষড়যন্ত্রকারী হিসেবে অভিযুক্ত ছিল ত্রিপুরার জলিল মিয়া। তার বিরুদ্ধে অভিযোগ ছিল সে বাংলাদেশী এবং রোহিঙ্গা নাগরিকদের অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত পার করে ভারতে নিয়ে আসে। তৎকালীন সময়ে জলিল মিয়া সহ আরো ৯ জন পালিয়ে গিয়েছিল। তাকে ধরার জন্য ১ লক্ষ টাকা পুরস্কারও ঘোষণা করেছিল এন আই এ। অবশেষে মঙ্গলবার ত্রিপুরার সিপাহীজলা জেলা থেকে এনআইএ তাকে গ্রেফতার করে বলে জানা গেছে। বুধবার তাকে আসাম নিয়ে যাওয়া হয়েছে বলে একটি সূত্রের দাবি। যদিও এই বিষয়ে রাজ্য পুলিশের কাছে কোন ধরনের তথ্য পাওয়া যায়নি।



Recent Comments