সংবাদ প্রতিনিধি,, আগরতলা,,,
ইউ পিএসসি এবং এসএসসি পরীক্ষায় অংশ নিতে রাজ্যের ছেলেমেয়েদের উৎসাহিত করার ক্ষেত্রে নিজেদের প্রয়াস জারি রেখেছে বালাজি ক্যারিয়ার ফাউন্ডেশন। বালাজি কেরিয়ার ফাউন্ডেশনের উদ্যোগে শুক্রবার একদিনের বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয় আগরতলা মহিলা কলেজে। কর্মশালায় কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীরা কিভাবে নিজেদের আই এ এস এবং আইপিএস তৈরি করতে এখন থেকেই ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নেবেন তার ওপর আলোচনা হয়।
কর্মশালায় অংশ নেন দিল্লি থেকে আগত ইউপিএসসি প্রশিক্ষক মোহাম্মদ সাইফ। উপস্থিত ছিলেন বালাজি কেরিয়ার ফাউন্ডেশনের সিইও উত্তম চক্রবর্তী, সুবীর চক্রবর্তী সহ অন্যান্যরা। কর্মশালাতে কলেজের ছাত্র-ছাত্রীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। প্রসঙ্গত খয়েরপুর দলুরা সিএনজি স্টেশনের পাশে রয়েছে ত্রিপুরা রাজ্যের প্রথম ইউপিএসসি কোচিং সেন্টার(বেসরকারি)। বালাজি ক্যারিয়ার ফাউন্ডেশনের উদ্যোগে তৈরি এই কোচিং সেন্টারে স্বল্প খরচে ইউ পি এস সি এবং এসএসসি পরীক্ষার কোচিং (থাকার হোস্টেল ব্যবস্থা সহ) এর ব্যবস্থা রয়েছে।
Recent Comments