প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ১২ মে,,
ভারতরত্ন সংঘের ক্লাব সেক্রেটারি দুর্গা প্রসন্ন দেব ওরফে ভিকি হত্যাকাণ্ডে অবশেষে উমা সরকারকে সরকারিভাবে গ্রেফতার করল পুলিশ। উমা সরকার ভিকি হত্যাকান্ডে ইতিপূর্বে ধৃত সুস্মিতা সরকারের মা। অনেক আগেই পুলিশ সুস্মিতা সরকারকে গ্রেফতারের পদক্ষেপ নিয়েছিল। সেই খবর প্রতিধ্বনির প্রতিবেদনে প্রকাশিত হয়েছিল।
কিন্তু এতদিন পুলিশ উমা সরকারকে গ্রেফতার করেনি। বরং উমা সরকারের কোন আশ্রয়ের জায়গা ছিল না বলে পুলিশ অধিকাংশ সময় তাকে থানায় আটকে রেখেই জিজ্ঞাসাবাদ করেছিল। অবশেষে শনিবার তদন্তকারী পুলিশ দল উমা সরকারকে গ্রেফতার করে। রবিবার তাকে আদালতে হাজির করা হয়। পুলিশ আদালতে হাজির করে উমা সরকারকে সাত দিনের জন্য পুলিশ রিমান্ডের আর্জি জানিয়েছিল। আদালত মহিলাকে তিন দিনের জন্য পুলিশ রিমান্ডে রেখে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন। সূত্রের দাবি তিন দফায় পুলিশ রিমান্ডে নেওয়ার পরেও তদন্তকারী পুলিশ দল সুস্মিতার কাছ থেকে সব প্রশ্নের উত্তর জানতে পারেনি। তাই পুলিশ এবার সুস্মিতার মাকে গ্রেফতার করে সেসব প্রশ্নের উত্তর জানতে চাইছে এবং সুস্মিতার দেওয়া তথ্যের সত্যতা যাচাই করতে চাইছে।
Recent Comments