Tuesday, July 1, 2025
Google search engine
Homeজাতীয় খবররাজ্যে জ্বালানি সংকট নিরশনে উদ্যোগ মুখ্যমন্ত্রীর: কেন্দ্রীয় রেলমন্ত্রীকে চিঠি।

রাজ্যে জ্বালানি সংকট নিরশনে উদ্যোগ মুখ্যমন্ত্রীর: কেন্দ্রীয় রেলমন্ত্রীকে চিঠি।

প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ৮ মে,,

রাজ্যের পেট্রোল সংকট নিরসনে এবার কেন্দ্রীয় মন্ত্রীর সাহায্য চাইলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রী ত্রিপুরার সমস্যার কথা জানিয়ে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে চিঠি দিয়েছেন বলে জানা গেছে। একইভাবে রাজ্যে পেট্রোলের মজুদ ,আমদানি এবং বন্টন ব্যবস্থা নিয়েও মুখ্যমন্ত্রী নিজে খোঁজ খবর রাখছেন।

প্রসঙ্গত পাহার লাইনে অতিবৃষ্টির ফলে ‌রেল লাইন ক্ষতিগ্রস্ত হওয়াতে রাজ্য ঢুকতে পারছে না জ্বালানিবাহি ওয়াগণ। গত ৩০ এপ্রিলের আগে থেকে এই সমস্যা রয়েছে। প্রথম অবস্থায় ধারণা ছিল দু একদিনের মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু রেল লাইন মেরামত করার পর যাত্রীবাহী রেল যাতায়াত করলেও বৃষ্টি জারি থাকায় পণ্যবাহী ভারী রেলগুলোকে চলাচলের জন্য সবুজ সংকেত দিচ্ছে না রেল বিভাগ। এতে করে গত এক সপ্তাহের বেশি সময় যাবত রেল পথে রাজ্যে জ্বালানি ঢুকতে পারছে না। সড়ক পথে ট্যাংকার করে জ্বালানি রাজ্যে আসলেও তা প্রয়োজনের তুলনায় পর্যাপ্ত হচ্ছে না। কিছু কিছু পাম্পে ‘পেট্রোল ডিজেল নেই’ বলে সাইনবোর্ড ঝুলানো হয়েছে। যেসব পাম্পে পেট্রোল ডিজেল দেওয়া হচ্ছে সেগুলিতে দিনরাত দীর্ঘ লাইন থাকছে।

এতে করে সাধারণ যানবাহন চালকরা প্রচন্ড অসুবিধায় পড়েছেন। প্রভাব পড়ছে রাজ্যের সাধারণ পরিবহন ব্যবস্থায়। সড়ক পথে জ্বালানি ট্যাংকার ঢুকলেও রেলপথে না ঢুকলে এই সমস্যা সমাধান হবে না বলে পেট্রোল পাম্প কর্তৃপক্ষের বিবরণ। সমস্যা জটিল হয়েছে বলে এবার সমস্যা সমাধানের উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। মুখ্যমন্ত্রী এই বিষয়ে কেন্দ্রীয় রেলমন্ত্রকে কথা বলেছেন এবং রেলমন্ত্রীকে চিঠি দিয়েছেন। আগামী ১-২ দিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হতে পারে বলে প্রশাসনিকভাবে আশা প্রকাশ করা হয়েছে।

Desk Northeast Pratidhoni
Desk Northeast Pratidhoni
NorthEastPratidhoni, office: Khaja Manzil, Laddu chowmoni, West noabadi, Agartala, Tripura , India.
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments