আগরতলা,,২১ এপ্রিল,,
রবিবার ভোরে প্রয়াত হয়েছেন রাজ্যের প্রবীণ সাংবাদিক দুলাল চক্রবর্তী। সাংবাদিক দুলাল চক্রবর্তী জগন্নাথ বাড়ি রোডস্থিত নিজ বাড়িতে রবিবার ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। সদাহাস্য, প্রাণচঞ্চল প্রবীণ সাংবাদিকের আকস্মিক মৃত্যুতে সাংবাদিক মহল গভীর শোকাহত। সাংবাদিকের মৃত্যুর পর শ্মশান যাত্রা পথে তাঁর মৃতদেহ আনা হয় আগরতলা প্রেসক্লাবের সামনে। আগরতলা প্রেসক্লাবের সামনে প্রয়াত সাংবাদিকের মরদেহের শ্রদ্ধা জানান আগরতলা প্রেসক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য, সম্পাদক রমাকান্ত দে, প্রাক্তন সম্পাদক প্রণব সরকার, সাংবাদিক অভিষেক দে, সহ অন্যান্যরা। সাংবাদিক দুলাল চক্রবর্তীর প্রয়াণে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশন গভীর শোক জানিয়েছে। অ্যাসোসিয়েশনের তরফে প্রয়াতের আত্মার চিরশান্তি কামনা এবং পরিবার-পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।
Recent Comments