প্রতিধ্বনি প্রতিনিধি,, বিশালগড়,, ১৩ এপ্রিল,,
পিয়ারবাড়ি থানার দক্ষিণ রাঙ্গামুড়া এলাকা থেকে এক যুবক টানা ছয় মাস যাবৎ নিখোঁজ থাকার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য রয়েছে। নিখোঁজ যুবকের নাম সুমন মিয়া নামে(২৪)। দীর্ঘ ৬ মাস ধরে সুমন মিয়া নিখোঁজ রয়েছেন বলে তার পরিবারের অভিযোগ। নিখোঁজ ছেলেকে খুঁজে পাওয়ার জন্য সংবাদ মাধ্যমের সাহায্য চেয়েছেন অসহায় পরিবার। ঘটনার বিবরণে জানা যায় ৬ মাস আগে রাজনগর পিয়ারবাড়ি থানার দক্ষিণ রাঙ্গামুড়ার আব্দুল আজিজের ছেলে সুমন মিয়া কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়েছিল। বাড়ি থেকে বের হওয়ার পর তার পরিবারের লোকজন তার সাথে যোগাযোগ করার চেষ্টা করলে সে বলেছিল উদয়পুর রয়েছে এবং সে উদয়পুর থেকে দিল্লি চলে যাবে। এরপর টানা ছয় মাস ধরে সুমন মিয়ার কোন খবর নেই। পরিবারের লোকজন তার মোবাইলে বারবার ফোন করলেও মোবাইল নাম্বার সুইচ অফ। তার ব্যবহৃত হোয়াটসঅ্যাপ ,ইমু সবকিছু বন্ধ রয়েছে।এদিকে তার পরিবারের লোকজন সমস্ত আত্মীয়স্বজনদের বাড়িতে খোঁজখবর নিয়েও কোন সন্ধান পাচ্ছেন না। থানাতে নিখোঁজ ডায়েরি করার পরেও পুলিশ তার কোন সন্ধান বের করতে পারছে না।অবশেষে বাধ্য হয়ে শনিবার সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়েছেন সুমন মিয়ার পিতা। সংবাদ মাধ্যমের প্রচারের মাধ্যমে তিনি নিখোঁজ ছেলের সন্ধান বের করতে চাইছেন।
Recent Comments