সংবাদ প্রতিনিধি,, বিশালগড়,,১৫ মার্চ,,
স্কুলের সামনে দ্রুতগামী বাইকের ধাক্কায় গুরুতর আহত হল এক ছাত্র। ঘটনা শুক্রবার সকাল ১০ টায় বিশালগড় ঘনিয়ামারা স্কুলের সামনে । আহত ছাত্রের নাম মোহাম্মদ আবির। সে ঘনিয়ামারা স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্র । ঘটনার বিবরণে জানা যায় স্কুলের সামনেই একটি দ্রুতগামী বাইক আবীরকে ধাক্কা দিয়ে চলে যায়। বাইকের ধাক্কায় রাস্তার পাশে পড়ে ছটফট করতে শুরু করে নাবালক ছাত্র। পরে প্রত্যক্ষদর্শীরা আহতকে উদ্ধার করে মহাকুমা হাসপাতালে পাঠায়। মহকুমা হাসপাতালে ওই ছাত্রকে ভর্তি রেখে চিকিৎসা চলছে। ঘটনায় স্থানীয় জনমনে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে। অভিযোগ বিশালগড়ে সড়ক দুর্ঘটনা ক্রমাগত বাড়ছে। কিন্তু পুলিশ কিংবা ট্রাফিক পুলিশ যান চলাচল নিয়ন্ত্রণে তেমন কোন ভূমিকা নিচ্ছে না। এমনকি শুক্রবার স্কুলের সামনে দুর্ঘটনার পরও পুলিশ ঘটনাস্থলে গিয়ে কোন তদন্ত করেনি বলে অভিযোগ।
ঘনিয়ামারা স্কুলের সামনে দুর্ঘটনা! বাইকের ধাক্কায় আহত স্কুল ছাত্র।
RELATED ARTICLES



Recent Comments