আগরতলা,, ১০ মার্চ ,, প্রবীণ সাংবাদিক ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি নারায়ণ পাটারির পিতা কাঞ্চিলাল পাটারি শনিবার রাতে অমরপুরের নতুনবাজারের সুকান্ত কলোনিস্থিত নিজ বাড়িতে বার্ধক্য জনিত রোগে প্রয়াত হয়েছেন । মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৬ বছর। মৃত্যুকালে দুই পুত্র ,পুত্রবধূ ও নাতি- নাতনি সহ অসংখ্য গুণমুগ্ধ আত্মীয়-স্বজন রেখে গেছেন। কর্মজীবনে তিনি বেসরকারী হিসাব রক্ষকের দায়িত্ব পালন করে গেছেন। এলাকায় তিনি একজন সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। তার প্রয়াণে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। প্রবীণ সাংবাদিকের পিতৃ বিয়োগে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশন গভীরভাবে মর্মাহত। প্রয়াতের আত্মার চিরশান্তি কামনা এবং প্রয়াতের পরিবার-পরিজনদের প্রতি অ্যাসোসিয়েশনের তরফ থেকে গভীর শোক ব্যক্ত করা হয়েছে। ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুনীল দেবনাথ এক বিবৃতিতে কথা জানিয়েছেন।
সাংবাদিকের পিতৃ বিয়োগে টিডব্লিউজে- এর শোক
RELATED ARTICLES
Recent Comments