সংবাদ প্রতিনিধি,, আগরতলা,, ১৭ ফেব্রুয়ারি,,
বল পেন অর্থাৎ কলমের ব্যবহারে অপূর্ব সুন্দর ছবি এঁকে মুখ্যমন্ত্রী সহ সবাইকে তাক লাগালেন রাজ্য পুলিশের কনস্টেবল রাজিব শর্মা। কনস্টেবল রাজীব শর্মা সাদা কাগজে কলম দিয়ে অপরূপ ছবি আঁকতে পারেন। তার আঁকা ছবিতে ফুটে উঠে নির্দিষ্ট ব্যক্তির অবিকল মুখের অবয়ব। দেশের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, ত্রিপুরার বর্তমান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব থেকে শুরু করে একাধিক রাজনৈতিক এবং প্রশাসনিক আধিকারিকের ছবি আঁকার পাশাপাশি তিনি প্রকৃতির ছবি এবং বিভিন্ন ঠাকুরের ছবি একে নিজের নিখুঁত শিল্প কর্মের পরিচয় দিয়েছেন।

ত্রিপুরা পুলিশের ১৫০ বছর পূর্তি উপলক্ষে রবীন্দ্রভবনে আয়োজিত চিত্র প্রদর্শনীতে কনস্টেবল রাজীব শর্মার চিত্রকলা বিশেষ স্থান পেয়েছে। চিত্র প্রদর্শনীর শুরুতে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাকে নিজের হাতে আঁকা বল পেনের ছবি উপহার দেন। তার শিল্পকলার ভূয়ষি প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এবং পুলিশ মহা নির্দেশক অমিতাব রঞ্জন সহ পুলিশের অন্যান্য আধিকারিক । প্রসঙ্গত বল রাজীব শর্মা ২০০৭ সালে ত্রিপুরা পুলিশের চাকরিতে যোগদান।

ছবি: উর্ধ্বতন পুলিশ আধিকারিককে নিজের আঁকা ছবি তুলে দিচ্ছেন কনস্টেবল রাজীব শর্মা।
পুলিশ কনস্টেবল রাজীব শর্মা ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রী প্রাপ্ত। বর্তমানে তিনি কে টি ডি এস পুলিশ ট্রেনিং একাডেমিতে ট্রেনার হিসেবে নিযুক্ত রয়েছেন।
Recent Comments