সংবাদ প্রতিনিধি,, আগরতলা,,১৫ ফেব্রুয়ারি,,
রাজধানীর গ্র্যান্ডউইস এলাকায় ভাড়া বাড়িতে এক মহিলার অস্বাভাবিক মৃত্যু নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। মৃত মহিলার নাম শিপ্রা বিশ্বাস (৪৫)। মহিলার প্রথম স্বামীর নাম শ্যামল সরকার। প্রথম স্বামীকে ছেড়ে অন্য এক পুরুষের(স্বামী পরিচয়ে) সঙ্গে মহিলা গত দুই মাস যাবত আগরতলার গেন্ডুইস এলাকায় সঞ্জীব সাহার বাড়িতে ভাড়া থাকতেন। বুধবার সকালে মহিলার সঙ্গে থাকা পুরুষ ঘর থেকে বেরিয়ে গিয়েছিলেন। এরপর মহিলাকে আর দেখা যায়নি বলে বাড়ির মালিক মহিলার বিবরণ। বৃহস্পতিবার সকালে সেই ভাড়া ঘরের মধ্যেই মহিলার মৃতদেহ উদ্ধার হয়।

মৃতার গলায় একটি আঘাতের চিহ্ন রয়েছে বলের প্রত্যক্ষদর্শীর। তাই ধারণা করা হচ্ছে মহিলাকে খুন করা হতে পারে। ঘটনাস্থল থেকে মহিলার মোবাইল ফোনও গায়েব রয়েছে। খবর পেয়ে পূর্ব মহিলা থানার পুলিশ সহ সদর মহকুমা পুলিশ আধিকারিক ঘটনাস্থলে যান। তদন্তের স্বার্থে পুলিশ ঘটনাস্থলে নিয়ে যায় ডগ স্কোয়াড এবং ফরেনসিক টিম। প্রসঙ্গত মহিলা দুই মাস আগে এই ভাড়া বাড়িতে আসলেও বাড়ির মালিক তাদের কোন পরিচয় পত্র সঙ্গে রাখেননি কিংবা নিয়ম মেনে পুলিশ ভেরিফিকেশন করেননি। পূর্ব মহিলা থানার পুলিশ অস্বাভাবিক মৃত্যু মামলা নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।
Recent Comments