প্রেস রিলিজ,,আগরতলা,,২৯ জানুয়ারি।। আগরতলা প্রেস ক্লাবের সদস্য তথা দৈনিক সংবাদের চিত্র সাংবাদিক দেবাশীষ বড়ুয়া আজ, সোমবার সকাল সাড়ে ছয়টা নাগাদ জি বি হাসপাতালে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যু কালে বয়স হয়েছিল ৫২ বছর। দীর্ঘ দিন ধরে অসুস্থ ছিলেন তিনি। তাঁর অকাল প্রয়ানে সংবাদ জগতে গভীর শোকের ছায়া নেমে আসে। মৃত্যুর খবর পেয়েই জি বি হাসপাতাল ও ধলেশ্বর আট নম্বর রোড স্থিত বাড়িতে ছুটে যান সাংবাদিক সহ সংবাদ মাধ্যমের সহকর্মীরা। বেলা পনে ২ টা নাগাদ দেহ আগরতলা প্রেসক্লাবে নিয়ে এলে ফুল মালা দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন আগরতলা প্রেসক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য, সহ সম্পাদক কমল চৌধুরী, কোষাধ্যক্ষ রঞ্জন রায়, প্রাক্তন সম্পাদক প্রণব সরকার, ভুপেন্দ্র চন্দ্র দত্ত ভৌমিক ট্রাস্টের চেয়ারম্যান সঞ্জয় পাল সহ পরিচালন কমিটির সদস্য এবং সাংবাদিক চিত্র সাংবাদিকরা। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র সহ অনেক আত্মীয় পরিজন এবং গুণমুগ্ধদের রেখে গেছেন। উনার মৃত্যুতে গভীর শোক প্রাকাশ করেছে আগরতলা প্রেস ক্লাব।তাঁর আত্মার চিরশান্তি কামনা করে প্রেস ক্লাবের পক্ষ থেকে শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।রমাকান্ত দে,সম্পাদক,আগরতলা প্রেস ক্লাব।
চিত্র সাংবাদিকের মৃত্যুতে আগরতলা প্রেসক্লাবের শোক!
RELATED ARTICLES
Recent Comments