সংবাদ প্রতিনিধি,, বিশালগড়,, ১৬ই জানুয়ারি,, ত্রিপুরার রাজ্যপাল হিসেবে প্রথমবারের মতো ইন্দু বাংলা সীমান্তে কাঁটাতারের বেড়ার অপর পাশে থাকা ভারতীয় নাগরিকদের সঙ্গে দেখা করলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি। মঙ্গলবার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি সিপাহীজলা জেলা পরিদর্শনে গিয়ে কাঁটাতারের ওপারে ভারতীয় ভূখণ্ডে থাকা ভারতীয়দের সঙ্গে দেখা করেন। কথা বলেন এবং তাদের সুবিধা অসুবিধার কথা খবর নেন।
রাজ্যপালকে কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন স্থানীয় নাগরিকরা। প্রসঙ্গত রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি এদিন সিপাহীজলা জেলা সফর করেন। প্রথমে জেলা প্রশাসনের উদ্যোগে রাজ্যপালকে গার্ড অফ অনার দেওয়া হয় । উপস্থিত ছিলেন জেলা শাসক নাগেশ কুমার এবং পুলিশ সুপার জে রেড্ডি। সমস্ত প্রশাসনিক আধিকারিকদের নিয়ে জেলা শাসকের অফিসে কিছুক্ষণ আলোচনা করেন রাজ্যপাল । এরপরে কিছুক্ষণ অভয়ারণ্যে কাটিয়ে কমলাসাগর মিয়া পাড়া ১১২ নাম্বার গেইটের ওপারের পরিবারের লোকেদের সঙ্গে দেখা করেন। কাঁটাতারের বেড়ার ওপারে নাগরিকরা রাজ্যপালকে কাছে পেয়ে নিজেদের অভাব অভিযোগ তুলে ধরেন। নাগরিকরা রাজ্যপালের সফরে সন্তুষ্টি প্রকাশ করেছেন । কারণ ত্রিপুরার ইতিহাসে কাঁটাতারের বেড়ার ওপারে কোন রাজ্যপাল ভারতীয় নাগরিকদের সঙ্গে এভাবে দেখা করে কথা বলেননি। রাজ্যপালের সফরকে কেন্দ্র করে গোটা এলাকায় পুলিশ এবং বিএসএফের কড়া নিরাপত্তা ছিল।
Recent Comments