সংবাদ প্রতিনিধি,, আগরতলা,,১৩ জানুয়ারি,,
২০২৩ সালের বর্ষসেরা পুলিশ থানার শিরোপা পেল খোয়াই জেলার তেলিয়ামুড়া থানা। শনিবার জেলা পুলিশ সুপারের তরফে বর্ষসেরা থানা হিসেবে তেলিয়ামুড়া থানার নাম প্রকাশিত হয়েছে। অন্যদিকে পুলিশ ম্যান অফ দা ইয়ার হিসেবে স্বীকৃতি পেলেন ত্রিপুরা পুলিশের এডিশনাল এসপি রাজীব সূত্রধর। রাজিব সূত্রধর বর্তমানে খোয়াই জেলার অতিরিক্ত পুলিশ সুপার রয়েছেন। অবসরপ্রাপ্ত ডিএসপি ভাস্কর চক্রবর্তীকে এবার ত্রিপুরা পুলিশের লাইফটাইম এচিভমেন্ট দেওয়া হয়েছে।শনিবার পৃথক পৃথক নির্দেশে পুলিশের বিভিন্ন বিভাগে বর্ষসেরা হিসেবে স্বীকৃতদের নাম প্রকাশিত হয়।ত্রিপুরা পুলিশের ক্রাইম ব্রাঞ্চ থানা প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে বর্ষসেরা থানা হিসেবে স্বীকৃতি পেল। বর্ষসেরা তদন্তকারী পুলিশ আধিকারিক হয়েছেন সিপাহীজলা জেলার মহিলা পুলিশ ইন্সপেক্টর স্বর্ণ দেববর্মা। প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে ত্রিপুরা পুলিশের শ্রেষ্ঠ ইউনিট হিসেবে বিবেচিত হয়েছে ট্রাফিক পুলিশ ইউনিট। শ্রেষ্ঠ টিএসআর বাহিনী হিসেবে স্বীকৃতি পেল টিএসআর সপ্তম বাহিনী।
ঊনকোটি জেলা পুলিশের শ্রেষ্ঠ জেলার হিসেবে স্বীকৃতি পেল। বিট পেট্রোলের ক্ষেত্রে শ্রেষ্ঠ হিসেবে স্বীকৃতি পেল উত্তর জেলা। বিট পেট্রোলের ক্ষেত্রে শ্রেষ্ঠ থানা হিসেবে স্বীকৃতি পেল আগরতলা পূর্ব থানা। পুলিশের মধ্যে শ্রেষ্ঠ করণিকের স্বীকৃতি পেয়েছেন সুভারন দত্ত। টি এস আর দশম বাহিনীর বিজয় শুক্ল দাস টি এস আর-এর মধ্যে শ্রেষ্ঠ কেরানির স্বীকৃতি পেয়েছেন। এছাড়াও ত্রিপুরা পুলিশের এডিজি থেকে শুরু করে হোমগার্ড পর্যন্ত মোট ৬৮ জন এবছর পুলিশের ডিজিপি ডিস্ক পাচ্ছেন। আগামী ১৭ই জানুয়ারি এডি নগর পুলিশ মাঠে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের প্রত্যেকের হাতে বর্ষসেরা স্বীকৃতি সম্মান তুলে দেওয়া হবে।
Recent Comments