সংবাদ প্রতিনিধি,, বিশালগড়,, ৬ ডিসেম্বর,,
বুধবার সকালে একের পর এক বিস্ফোরণের বিকট শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে বিশালগড় তথা গোকুল নগরের আশপাশ এলাকায়। পরপর বিস্ফোরণে মানুষ বুঝতে পারেন কোথাও বোমা বিস্ফোরণ হচ্ছে। কিন্তু হঠাৎ করে কোথায় এই বিস্ফোরণ হচ্ছে তা সাধারণের অনেকেই বুঝে উঠতে পারেননি। কেউ কেউ ভাবেন হয়তোবা ওএনজিসির খনন স্থলে বিস্ফোরণ চলছে। আবার একটা অংশের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে , কোথাও সন্ত্রাস চলছে নাতো ? পরে আমাদের সংবাদ প্রতিনিধির তদন্তে উঠে আসে প্রকৃত তথ্য। জানা যায় বিশালগড় গোকুল নগর স্থিত বিএসএফ হেডকোয়ার্টারে বার্ষিক “এক্সক্লুসিভ ডেস্ট্রয়” কর্মসূচি চলছে। এই কর্মসূচিতে পুরনো বিস্ফোরক গুলোকে নিষ্ক্রিয় করা হয়। সেই নিষ্ক্রিয় করার কাজে কিছু বোমা বিস্ফোরণ করা হয়। সেই বিস্ফোরণের শব্দই বুধবার সকালে কয়েকবার শোনা গেছে বিশালগড়ে। এই ঘটনায় আতঙ্কের কোন কারণ নেই বলেই পুলিশ প্রশাসন থেকে জানা গেছে।
বিশালগড়ে বোমাতঙ্ক ! সকাল থেকে পরপর বিস্ফোরণের শব্দে কৌতুহল জনমনে !
RELATED ARTICLES
Recent Comments