সংবাদ প্রতিনিধি,, ২৮ নভেম্বর,,
টানা ১৭ দিন আটকে থাকার পর অবশেষে উদ্ধার করা হয়েছে উত্তর কাশির সিল্কিয়ারা সুরঙ্গে আটকে পড়া ৪১ জন শ্রমিককে।
মঙ্গলবার সন্ধ্যা ৭ টার পর সুরঙ্গ থেকে শ্রমিকদের একে একে বের করা শুরু হয়। রাত ৮টা ৩৫ মিনিটের মধ্যে বের করে আনা হয় ৪১ জন শ্রমিককে। সুড়ঙ্গের মধ্যেই শ্রমিকদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়। শ্রমিকদের অধিকাংশই সুস্থ রয়েছেন বলে খবর। মুক্তির আনন্দে শ্রমিকদের একাংশ সুরঙ্গের মধ্যে থেকেই সাংবাদিকদের রক্ষা করেন ভিক্টোরি সাইন দেখান। সুরঙ্গ থেকে বের করার তাদেরকে নিকটবর্তী নিয়ে যাওয়া হয়েছে।
প্রসঙ্গত গত ১২ নভেম্বর উত্তরকাশীতে চারধাম প্রকল্পের নির্মীয়মান সুড়ঙ্গে ধস নেমেছিল। সেখানে আটকে পড়েন কর্মরত ৪১ জন শ্রমিক। এরপর থেকেই তাদের উদ্ধারের চেষ্টা শুরু হয়।
কিন্তু হিমালয়ের পেটের ভেতর থেকে শ্রমিকদের বের করে আনার অনেক চেষ্টা ব্যর্থ হয়ে পড়ে। চলে যায় টানা ১৬ দিন। সমালোচনা শুরু হয় উদ্ধার কার্যের ধরন নিয়ে। উদ্বেগ বাড়তে থাকে আটকে পড়া শ্রমিকদের জীবন নিয়ে।
অবশেষে সোমবার থেকে উদ্ধার কার্যে লাগানো হয় দিল্লি থেকে যাওয়া ‘র্যাট হোল মাইনিং’-র একটি দলকে। মাঠে নামে সেনাবাহিনীর জোয়ানরাও। ২৪ ঘণ্টার মধ্যেই উঠে আসে সাফল্য। ১৭ দিনের মাথায় মঙ্গলবার সন্ধ্যার পর মাত্র ৩৮ মিনিট ২১ সেকেন্ডের মধ্যে একে একে উদ্ধার হয় ৪১ জন শ্রমিক। শ্রমিকদের সুস্থভাবে সুরঙ্গ থেকে উঠে আসার পর উত্তর কাশিতে রীতিমতো দীপাবলীর আনন্দ শুরু হয়েছে।
Recent Comments