সংবাদ প্রতিনিধি,, আগরতলা,,২৬ অক্টোবর,,
বৃহস্পতিবার ত্রিপুরার মহামান্য রাজ্যপাল হিসেবে শপথ নিলেন ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। বৃহস্পতিবার রাজভবনে রাজ্যপাল হিসেবে উনাকে শপথ বাক্য পাঠ করান ত্রিপুরা উচ্চ আদালতের মহামান্য প্রধান বিচারপতি অপরেশ কুমার সিং।
শপথ গ্রহণ অনুষ্ঠানে সস্ত্রীক রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা মন্ত্রিসভার অন্যান্য সদস্য, প্রশাসনিক আধিকারিক এবং বিভিন্ন রাজনৈতিক দলের পদাধিকারীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু তেলেঙ্গানার বাসিন্দা। তিনি তিনবারের বিধায়ক ছিলেন । রাজনৈতিক জীবনে তিনি ভারতীয় জনতা পার্টির প্রাক্তন রাষ্ট্রীয় সম্পাদক সহ একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। দেশের মহামান্য রাষ্ট্রপতি উনাকে ত্রিপুরার রাজ্যপাল হিসেবে নিযুক্তি দিয়েছেন। ১৮ অক্টোবর তিনি ত্রিপুরার নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্তি পেয়েছিলেন। বৃহস্পতির বার শপথ গ্রহণ অনুষ্ঠানের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মহামান্য রাজ্যপাল রাজ্যের উন্নয়নে সততা, নিষ্ঠা এবং স্বচ্ছতার সাথে নিজের দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন।
Recent Comments