Monday, December 23, 2024
Google search engine
Homeত্রিপুরার খবরআগরতলা খবর৬০ ফুট উঁচু মহারাষ্ট্রের মহাকবি কালিদাস নাট্য মন্দির; দুর্গাপূজায় খয়েরপুরে তাক লাগানো...

৬০ ফুট উঁচু মহারাষ্ট্রের মহাকবি কালিদাস নাট্য মন্দির; দুর্গাপূজায় খয়েরপুরে তাক লাগানো ভিগোরাস ক্লাব

সংবাদ প্রতিনিধি,, আগরতলা,,১৮ অক্টোবর,,,

মহারাষ্ট্রের মহাকবি কালিদাস নাট্য মন্দিরের আদলে মন্ডপ তৈরি করে দর্শনার্থীদের মন জয় করতে চলেছে শহরতলীর পশ্চিম নোয়াবাদী ভিগোরাস ক্লাব । জিবি থেকে বোধজঙনগর শিল্পনগরী যাওয়ার বাইপাস সড়কের মাঝামাঝি জায়গায় আমতলীতে রয়েছে ৪৮ বছর পুরনো ভিগোরাস ক্লাব। ক্লাবের এ বছরের দুর্গাপূজায় মূল আকর্ষণ ৬০ ফুট উচ্চতার মহাকবি কালিদাস নাট্য মন্দির। স্থায়ী নাট মন্দিরের বাইরে কাঠ, বাঁশ, কাপড় এবং মাটির তৈরি বিভিন্ন শিল্পের সমন্বয়ে তৈরি হয়েছে কালিদাস নাট মন্দিরের আদলে দুর্গাপূজা মন্ডপ। সেই সাথে রয়েছে স্থানীয় শিল্পী হরিবল রুদ্র পালের হাতে তৈরি অপরূপ সুন্দর মায়ের প্রতিমা । গোটা ক্লাব এলাকাকে আলোর রোশনাইয়ে সাজিয়ে তুলেছেন স্থানীয় আলোক শিল্পী টিংকু সাহা।

ভিগোরাস ক্লাবের সম্পাদক পাপন দাস জানান এ বছর ক্লাবের উদ্যোগে ৪৯তম দূর্গা পূজার আয়োজন করা হয়েছে। ষষ্ঠী পূজার সন্ধ্যা ছয়টায় পূজা মন্ডপের উদ্বোধন করবেন এলাকার বিধায়ক প্রাক্তন বিধানসভা অধ্যক্ষ রতন চক্রবর্তী। পূজা মন্ডপের উদ্বোধনের পরই থাকবে কুইজ প্রতিযোগিতা। সপ্তমীর সন্ধ্যায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। অষ্টমীর দিন ক্লাব এলাকার প্রতিটি পরিবারের লোকেদের মধ্যে অন্নভোগ বিতরণ করা হবে।

নবমীর সন্ধ্যায় থাকবে গানের অনুষ্ঠান। দশমীর দিনে নিয়ম মেনে হবে মায়ের প্রতিমা বিসর্জন । তবে এসবের পাশাপাশি পূজা মণ্ডপের চারপাশে থাকবে নেশা মুক্ত সমাজ গড়ার বার্তা দিয়ে বিভিন্ন স্লোগান। ক্লাব সভাপতি মনোরঞ্জন আচার্য বলেন শান্তি সম্প্রীতি বজায় রেখে এলাকার সব অংশের নাগরিকদের সাথে আনন্দ ভাগ করে নিয়ে দূর্গা পূজার আয়োজনই ভিগোরাস ক্লাবের ঐতিহ্য। সেই ঐতিহ্য এবারো অক্ষুন্ন রাখার চেষ্টায় সচেষ্ট রয়েছেন ক্লাবের প্রতিটি সদস্য। পুজোর দিনগুলোতে বিভিন্ন সামাজিক এবং মানবিক কর্মসূচিও রয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন। প্রসঙ্গত ভিগোরাস ক্লাবের মন্ডপ তৈরি করেছেন শিল্পী রতন দাস সহ অন্যান্যরা। ক্লাব কর্মকর্তারা তাদের পূজা মন্ডপ পরিদর্শনে দর্শনার্থীদের সাদর আমন্ত্রণ জানিয়েছেন।

Desk Northeast Pratidhoni
Desk Northeast Pratidhoni
NorthEastPratidhoni, office: Khaja Manzil, Laddu chowmoni, West noabadi, Agartala, Tripura , India.
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments