প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ৩ সেপ্টেম্বর,,
আগামী ৫ সেপ্টেম্বর ইসলামিক আরবি ১২ রবিউল আউয়াল বিশ্ব শান্তির দূত হিসেবে পরিচিত ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মদিন। দিনটিকে সামনে রেখে গোটা বিশ্বের ধর্মপ্রাণ মুসলিমরা আবেগে মেতে উঠেছেন। আমাদের রাজ্যেও নবীর জন্মদিনে বিভিন্ন ধরনের সামাজিক এবং মানবিক কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপনের প্রস্তুতি নিয়েছেন মুসলিমদের বিভিন্ন ধর্মীয় সামাজিক সংগঠন। প্রতি বছরের ন্যায় এবারো ১২ রবিউল আউয়াল নবীর জন্মদিন উপলক্ষে আগরতলা শহরে বর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রার আয়োজন করেছে ত্রিপুরার ইন্দ্রনগর স্থিত মুসলিম ধর্মীয় সামাজিক সংগঠন ত্রিপুরা গাউছিয়া সমিতি এবং আল্লামা সৈয়দ ইউসুফ শাহ মাজার শরীফ কমিটি। এই উপলক্ষে ৩ সেপ্টেম্বর বুধবার আগরতলা প্রেসক্লাবে একটি সাংবাদিক সম্মেলন করেন গাউছিয়া সমিতির প্রতিনিধিরা। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন গাউছিয়া সমিতির সভাপতি আব্দুল বারিক চৌধুরী, সম্পাদক মোহাম্মদ জনাব আলী, ইন্দ্রনগর জামে মসজিদের ইমাম মোঃ নজরুল ইসলাম কাদেরী, অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুর রহমান খাদীম, বিশিষ্ট সমাজসেবী মুফতি মুহাম্মদ সাহাবুদ্দিন, ভারতীয় বিমান বাহিনীর প্রাক্তন জোয়ান নিজাম উদ্দিন সহ অন্যরা।

এডভোকেট লুৎফর রহমান খাদিম বলেন নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আদর্শ। এই নবীর জন্মদিন আমাদের কাছে অত্যন্ত পবিত্র একটি দিন । এই দিনটি আমরা শ্রদ্ধার সঙ্গে পালন করি এবং নবীজির আদর্শ অনুযায়ী আমরা শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে। তিনি আরো বলেন প্রতি বছরেই ইন্দ্রনগর গাউছিয়া সমিতি নবীর জন্মদিন উপলক্ষে বিভিন্ন ধরনের সামাজিক এবং মানবিক কর্মসূচি পালন করে। এবারো তার ব্যতিক্রম হবে না। গাউছিয়া সমিতির উদ্যোগে নবীজির জন্মদিনে ৫ সেপ্টেম্বর সকাল ৮ টায় আগরতলা শহরে একটি ধর্মীয় শোভাযাত্রা বের করা হবে। শান্তি এবং সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়াই হবে সেই শোভাযাত্রার মূল উদ্দেশ্য। ইন্দ্রনগর মাজার শরীফের সামনে থেকে এই শোভাযাত্রা বের হয়ে আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করবে। পরে ইন্দ্রনগর মসজিদে মাহফিল এবং বিশেষ দোয়ার পর তাবারুখ বিতরণ করা হবে। এছাড়াও নবীর জন্মদিন উপলক্ষে আগামী কয়েক দিন গাউছিয়া সমিতির তরফে ক্যান্সার হাসপাতালে ফল মিষ্টি বিতরণ, রক্তদান সহ বিভিন্ন মানবিক কর্মসূচির হাতে নেওয়া হয়েছে। আগামী দিনের এই অনুষ্ঠানে সকালে অংশের নাগরিকদের অংশগ্রহণ কামনা করেছেন আয়োজকরা।
Recent Comments