Monday, December 23, 2024
Google search engine
Homeত্রিপুরার খবর৪৪ বছরের সম্পর্কের ইতি! কংগ্রেস ছেড়ে বিজেপিতে প্রাক্তন মন্ত্রী বিল্লাল। বক্সনগরে নিশ্চিত...

৪৪ বছরের সম্পর্কের ইতি! কংগ্রেস ছেড়ে বিজেপিতে প্রাক্তন মন্ত্রী বিল্লাল। বক্সনগরে নিশ্চিত জয়ের পথে ভাজপা।

সংবাদ প্রতিনিধি,, আগরতলা,,২৪ আগস্ট,,

উপনির্বাচনের আগে রীতিমতো বিরোধী শূন্য হতে চলেছে বক্সনগর বিধানসভা কেন্দ্র। তৃণমূল কংগ্রেসের পর ,জাতীয় কংগ্রেস দলের নেতাকর্মীরা দলবেঁধে যোগ দিলেন শাসক দল বিজেপিতে। ভোটের লড়াইয়ে নিস্তেজ ভাবে সিপিআইএম টিকে থাকলেও সিপিআইএম প্রার্থীর সমর্থনে তেমন কোন সারা জাগানো প্রচার লক্ষ্য করা যাচ্ছে না। অন্যদিকে প্রায় প্রতিদিন বিরোধী দল ছেড়ে শাসক দলে ভিড়ছেন সিপিআইএম কংগ্রেস সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা। দুদিন আগে বক্সনগরের ২০২৩ বিধানসভা নির্বাচনের তৃণমূল প্রার্থী জয়দুল হোসেন স্বদলবলে যোগ দিয়েছিলেন বিজেপি দলে। জয়দুল হোসেনের নেতৃত্বে কয়েক হাজার ভোটার ভাজপার পতাকাতলে শামিল হয়েছিল।

মুখ্যমন্ত্রীর উপস্থিতীতে বিজেপিতে যোগ দিলেন তৃণমূল নেতা জয়দুল হোসেন

সেই রেশ কাটতে না কাটতেই বৃহস্পতিবার ব্যাপক সংখ্যায় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে বিজেপি দলে যোগ দিলেন প্রাক্তন মন্ত্রী বিল্লাল মিয়া। বিল্লাল মিয়া নিজের ৪৪ বছরের কংগ্রেসের সাথে সম্পর্ক ছিন্ন করে এদিন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার উপস্থিত বিজেপিতে যোগ দিয়েছেন।

প্রাক্তন মন্ত্রী বিল্লাল মিয়া ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের কার্যকরী কমিটির সভাপতি ছিলেন। তিনি অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির গণ্যমান্য সদস্য ছিলেন। নিজের সুদীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি অনেক কঠিন সময় পার করেছেন কংগ্রেস দলের হয়ে। কিন্তু কোনদিন তিনি দল ত্যাগের সিদ্ধান্ত নেননি। কিন্তু বর্তমান সময়ে বিধায়ক সুদীপ রায় বর্মনের নেতৃত্বে কংগ্রেস দলের কর্মকান্ডে ক্ষুব্ধ হয়ে তিনি কংগ্রেস দলের সর্বভারতীয় সভাপতির কাছে নিজের বিভিন্ন পদ থেকে অব্যাহতি চেয়েছিলেন। পরবর্তীকালে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ সাহা তাকে দল থেকে বহিষ্কার করে দেন। এরপরই পেছনদিকে না তাকিয়ে বিল্লাল মিয়া প্রায় চার হাজার ভোটারকে সঙ্গে নিয়ে বিজেপি দলে যোগদান করেন। এদিন বক্সনগর কুলুবাড়ী মাঠে মুখ্যমন্ত্রীর উপস্থিতীতে বিজেপি প্রার্থী তফাজ্জল হোসেনের সমর্থনে অনুষ্ঠিত জনসমাবেশে বিল্লাল মিয়া বিজেপির পতাকা হাতে নিয়েছেন। দল বদলের পর তিনি কংগ্রেস দলের রাজ্য নেতৃত্বের ভূমিকা নিয়ে উষ্মা প্রকাশ করেন। বিল্লাল মিয়া বলেন বক্সনগর কেন্দ্রে কংগ্রেস নিশ্চিহ্ন হয়ে গেছে। শুধু তাই নয় ত্রিপুরাতে কংগ্রেস সিপিআইএম এর মধ্যে হারিয়ে গেছে বলে তিনি অভিযোগ করেন। ‘ইন্ডিয়া ‘জোট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিল্লাল মিয়া বলেন ‘ইন্ডিয়া’-র নেতৃত্ব এখন বক্সনগরে আসলে ১০ জন কংগ্রেস কর্মীকে নিয়ে বৈঠক করতে পারবেন না। কংগ্রেস দলের হাল ত্রিপুরাতে বেহাল হয়ে গেছে বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং আগামী দিনে বিজেপির হয়ে রাজনীতি করবেন বলে স্পষ্ট জানিয়ে দেন। কংগ্রেস এবং তৃণমূল বিজেপিতে মিশে যাওয়ার পর বক্সনগরে বিজেপির প্রার্থী তফাজ্জল হোসেনের রেকর্ড ভোটে জয় শুধুমাত্র সময়ের অপেক্ষা বলে রাজনৈতিক তথ্যবিজ্ঞ মহলের দাবি।

Desk Northeast Pratidhoni
Desk Northeast Pratidhoni
NorthEastPratidhoni, office: Khaja Manzil, Laddu chowmoni, West noabadi, Agartala, Tripura , India.
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments