সংবাদ প্রতিনিধি,, আগরতলা,, ২১ ফেব্রুয়ারি,,
“২১ ফেব্রুয়ারি দিনটি বাঙালিদের জন্য অহংকারের প্রতীক। মাতৃভাষা মাতৃদুগ্ধ সমান। শুধু বাংলার জন্য নয় ,যে যেই ভাষায় কথা বলবেন সেই ভাষার জন্য এই মাতৃভাষা দিবস।২১ ফেব্রুয়ারি দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি পাওয়ায় শুধু বাংলা ভাষার বিশ্বজয় নয় সব মাতৃভাষার জয়। “- ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সরকারিভাবে আয়োজিত অনুষ্ঠানে ঠিক এভাবেই নিজের বক্তব্য তুলে ধরেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এদিন রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তর, শিক্ষা দপ্তর এবং বাংলাদেশ সরকারি হাইকমিশনের উদ্যোগে আগরতলার টাউন হলে এই অনুষ্ঠানের আয়োজন হয়েছিল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী আরো বলেন “ভাষা দিবসে এবারের অনুষ্ঠানের মূল থিম রাখা হয়েছিল বহুভাষিক শিক্ষা। নিজের ভাষা জানতে হবে। অন্যের ভাষাও শিখতে হবে। আমাদের রাজ্য বহুভাষিক রাজ্য। আমাদের রাজ্যে ককবরক ভাষা সহ মোট আটটি ভাষায় বিদ্যালয়ে শিক্ষাদানের ব্যবস্থা রয়েছে।”
মুখ্যমন্ত্রী বলেন “মাতৃভাষা আমাদেরকে জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করে। মাতৃভাষা দিবসের তাৎপর্য হলো সকল জাতির ভাষাকে বিকশিত করা এবং সকল ভাষার প্রতি সমান মর্যাদা প্রদর্শন করা সম্মান দেওয়া।”ভাষা দিবসে তিনি ভাষা আন্দোলনের শহীদের প্রতি শ্রদ্ধা জানান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা স্থিত বাংলাদেশ সরকারি হাইকমিশনের হাইকমিশনার আরিফ মুহাম্মদ, ত্রিপুরা সরকারের শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাভেল হেমেন্দ্র কুমার, তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য, শিক্ষা দপ্তরের অধিকর্তা এন সি শর্মা সহ অন্যান্যরা। পাশাপাশি অনুষ্ঠানের অঙ্গ হিসেবে অস্থায়ীভাবে তৈরি ভাষা শহীদ বেদীতে শ্রদ্ধা জানানো হয় এবং আগরতলায় একটি বিশেষ শোভাযাত্রা বের হয়।
Recent Comments