Tuesday, July 1, 2025
Google search engine
Homeত্রিপুরার খবর২০২৪-২৫ অর্থবছরের জন্য ২৭৮০৪.৬৭ কোটির বাজেট পেস করলেন অর্থমন্ত্রী।

২০২৪-২৫ অর্থবছরের জন্য ২৭৮০৪.৬৭ কোটির বাজেট পেস করলেন অর্থমন্ত্রী।

আগরতলা, ১ মার্চ : শুক্রবার থেকে শুরু হলো ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশন। জাতীয় সংগীতের মধ্য দিয়ে এদিন অধিবেশন শুরু হয়। তারপর বিধানসভায় ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট পেশ করেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। ২০২৪-২৫ অর্থবছরে ২৭৮০৪.৬৭ টাকার বাজেট পেশ করা হয়েছে। এই বাজেট গত অর্থবছরের বাজেট থেকে ৮.৪৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এ অর্থবছরে বাজেটে মূলধন ব্যয় অনুমান করা হয়েছে ৬৬৩৩.৮০ কোটি টাকা, যা ২০২৩-২৪ আর্থিক বছরের বাজেট তুলনায় ২৩.৮০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। বাজেটে স্বাস্থ্য,কৃষি এবং শিক্ষা খাতে অর্থ বাড়ানো হয়েছে। একইভাবে মহিলা, সংখ্যালঘু,জনজাতি এবং তপশিলিদের উন্নয়নের একাধিক পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। টিটিএডিসি কে সরাসরি অর্থ প্রদানের কথা বলা হয়েছে। একাধিক স্কুল, কলেজ নির্মাণের কথা বলা হয়েছে। সন্ধ্যায় শাসক দলের তরফে এক সাংবাদিক সম্মেলন করে বাজেটকে রাজ্য সরকারের জনমুখী এবং আত্মনির্ভরমুখি বাজেট হিসেবে উল্লেখ করা হয়েছে।

Desk Northeast Pratidhoni
Desk Northeast Pratidhoni
NorthEastPratidhoni, office: Khaja Manzil, Laddu chowmoni, West noabadi, Agartala, Tripura , India.
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments