প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ২৫ জুন,,
আগামী ১৪ জুলাই ২০২৪ থেকে খয়েরপুর পুরাতন আগরতলা চৌদ্দ দেবতা বাড়িতে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী খার্চি পূজা এবং উৎসব । এদিন সকাল ১১ টায় হাভেলি মঞ্চে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে খার্চি উৎসবের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। উপস্থিত থাকবেন রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, উৎসব কমিটির চেয়ারম্যান রতন চক্রবর্তী সহ অন্যান্যরা । মঙ্গলবার পুরাতন আগরতলা ব্লক প্রাঙ্গনে এক সাংবাদিক সম্মেলন করে এই বিষয়টি জানিয়েছেন খার্চি পূজা এবং উৎসব কমিটির চেয়ারম্যান বিধায়ক রতন চক্রবর্তী। তিনি বলেন সবুজ বনায়নের বার্তা নিয়ে উৎসবের দিনগুলোতে মেলা কমিটির উদ্যোগে ১৫ হাজার গাছের চারা বিতরণ করা হবে । সেই সাথে দর্শনার্থীদের বিনোদনের জন্য মেলাতে বিগত বছরের মতোই সমস্ত ধরনের আয়োজন থাকবে। সাংবাদিকদের প্রশ্নের মুখে তিনি আরো বলেন এ বছর মেলার ভিটি বন্টনের ক্ষেত্রে অন্যান্য বারের মতোই লটারির মাধ্যম চালু থাকবে। তাছাড়া সাত দিনব্যাপী মেলায় ছোট-বড় ৬০০-র বেশি স্টল থাকবে। দেশ বিদেশ থেকে আগত সাধু সন্তদের জন্য থাকবে থাকা খাওয়ার ব্যবস্থা। মেলাকে কেন্দ্র করে আলোকসজ্জায় সাজিয়ে তোলা হবে পুরাতন আগরতলা ১৪ দেবতা মন্দির চত্বর। এদিনের সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুরাতন আগরতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান বিশ্বজিৎ শীল।
Recent Comments