প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ২১ জুলাই,,
তিন লক্ষ টাকার হেরোইন সহ পূর্ব আগরতলা থানার পুলিশের হাতে ধরা পরল এক মাদক কারবারি। ধৃতের নাম নাহিদ মিয়া (২৮)। তার বাড়ি আগরতলা জগহরিমোড়াতে। সদর এসডিপিও দেবপ্রসাদ রায়ের নেতৃত্বে পূর্ব থানার পুলিশ তাকে গ্রেফতার করেছে। ওসি রানা চ্যাটার্জী বলেন সে স্কুটির ভেতরে করে মাদক বিক্রি করতো স্কুল এবং কলেজ ছাত্রদের কাছে। তার সঙ্গে একটি আস্ত মাদক কারবারি গ্যাং রয়েছে বলে পুলিশের দাবি। ধৃতের বিরুদ্ধে মামলা নিয়ে পুলিশ তাকে গ্রেফতার করেছে। তাকে আদালতে হাজির করে তদন্তের স্বার্থে রিমান্ডের আর্জি জানানো হবে বলে ওসি রানা চ্যাটার্জী জানিয়েছেন।
ভিডিও দেখতে প্লে বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
Recent Comments